আমাদের কথা খুঁজে নিন

   

জানিস নাকি?



জানিস নাকি? প্রথম যেদিন অভিমানের বেষম তোড়ে, তোকে ছেড়ে ছিলাম দূরে, একটু দূরে কিছু সময়। কিছুটা ক্ষণ। কিযে ভীষন কষ্টে ছিলাম- চাপা ব্যথা অভিমানে- ভেঙে চুরে যাচ্ছিলো মন। কিন্তু সেদিন- চেয়েছিলাম ভুলতে তোরে তবু, ভুলতে গিয়ে বারে বারে ভালোবাসার স্মৃতির ভারে, হার মানা এক ইচ্ছেপাখী করছিলো সে ডাকাডাকি, সারাটাক্ষণ, ক্লান্তিবিহীন অষ্টপ্রহর, বসে দাড়ে, মনেরি কোণ। কিন্তু এখন, তোকে ছেড়েই দূরে থাকি,আছি দূরে, অনেক দূরে সপ্তবেলা, সারাটাক্ষণ ইচ্ছেপাখীর ইচ্ছে মরন শোনেনি সে কারোই বারন কারো কথা, কারো নিষেধ মানেনি সে কোনো বাঁধা কোনো বাঁধন!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।