আমাদের কথা খুঁজে নিন

   

জানিস কি ?



দম বন্ধ করা কষ্ট কাকে বলে তুই কি সেটা জানিস? জানিস কি কতটা অভিমান বুকে জমা হলে- নিজেকে নিষ্প্রাণ মনে হয়? কতটা ভালবাসলে কষ্টের সুনামিতে ভেসে ভেসে পথ চলা যায় ? জানিস কি? কতোটা ভালোবাসাহীনতায় আর স্বার্থপরতায় হৃদয়ে রক্তক্ষরণ হয়--? জানিস কি? কতোটা অবহেলায় আর উদাসীনতায় সব কিছু শুন্য মনে হয় -বেঁচে থাকার ইচ্ছেটাই মরে যায় -? কতটুকু ভালবাসলে ভালোবাসা পাওয়া যায় -বলতে পারিস? জানি তোকে - কারোও অভিমান, ভালোবাসা , মায়া-মমতা, কষ্ট কোন কিছুই স্পর্শ করে না- এমনকি তোর নিজের ভেতর ও দম বন্ধ করা কোন কষ্ট স্থায়ী হয় না- হয়ত তুই কোন মহাপুরুষ না কি মহাদানব কিংবা তোর কথা মতই একটা রোবট! অথচ মাঝে মাঝে এই রোবটটাই ভালোলাগা আর ভালোবাসার আবেশে দূর থেকে খুব কাছে এসে যায় -- আর আমি বোকার মত সেখানে ভালোবাসা খুঁজে যাই - হয়ত ক্ষণিকের কাছে পাওয়া সব কিছু ভুলিয়ে দেয়- কিন্তু পরক্ষনেই তুই হারিয়ে যাস- অচেনা হয়ে যাস কেমন করে-- ! কিন্তু কিন্তু কিন্তু -- আমি তো সেই তোর মাঝেই ভালোবাসা খুঁজে ফিরি প্রতিক্ষণ -- তুই কি সেটা কখনো জানতে চাস? না কি বুঝতে চাস?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।