আমাদের কথা খুঁজে নিন

   

সময়ের শেকল

আমার কোনো দোষ আছিলো না, সব দোষ আপনাদের সময়ের শেকল ছায়া মগ্ন সরলতার কল্পনার দিন গুলো আবদ্ধ মায়ায় মন্ত্রমুগ্ধ রংধনু হয়ে ওঠার অবসরের সারল্যতায় কিয়দ ভাটা পড়ে মমতায় ভালবাসার ক্লান্তিহীন বিরধী নিঃসঙ্গতায় নিত্য পথ খুজে ব্যর্থ হয় নিছকে বয়সে। অধুরী নগরে লোহা পাথরের কঠিন শেকলে মমতার খাতায় আজ শিকড় গেড়েছে ব্যস্ততা অকর্মন্য যাপিত জীবনে হারানো অশ্রুজল স্বপ্নের কাগজে লিখে রাখা অস্তমীত সুর্যের সোনালী মায়া। ধোয়ায় ভেজা শহুরে আকাশ বিহঙ্গের মাতাল আর্তনাদ মনের অন্তিমে বিষারধ পুড়ছে নিত্য ভুলের শীতলতায় ইট কাঠের আদিমতায় বিলীন সবুজ বাতাসের ক্রন্দন ব্যস্ততায় বিভোর আজ নব মনের চন্দ্রালোক।। যেদিনো আপ্লুতো খরায় ভাসমান প্রেমিক মন রঙ্গে হারাবে ভেজা অশ্রুসিক্ত কাদোঁ মাটির পথ যেদিনো হারাবে বিমর্ষিত মন পুরোনো মাটির বাসনে অপেক্ষার রঙ বাধা ফিরাবে শহুরে জঞ্জালে অপুন্নতা কে ভিজিয়ে রাঙ্গাবে আপন অতীতের রুপোলী আঙ্গিনায়।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।