আমাদের কথা খুঁজে নিন

   

নর্থ আমেরিকা 'য় পড়তে যেতে চাই.....।

মাত্র গ্রেজুয়েশন শেষ করলাম অর্থনীতি থেকে। নর্থ আমেরিকার কোথাও মাস্টার্স করার ইচছা। মাস তিনেক আগে IELTS দিছলাম। ৬ আসছিল। ওনেকে বলে আবার IELTS দিয়া SCORE বাড়ানোর চেষ্ঠা করতে।

আবার কেউ কেউ বলে GRE/GMAT না দিলে ফান্ডিং পাওয়া যাবেনা। আমেরিকায় কি GRE/GMAT must? ঐটা ছাড়া কি কোনো way ই নাই? আর কানাডা'র ক্ষেত্রেও কি GRE/GMAT লাগবেই? সিলেটে থাকি তো। এইখান থেকে GRE/GMAT এর গাইডলান পাওয়া টাফ। সামনের জানুয়ারী সেমিষ্ঠার ইচ্ছা ছিল। কি করা এই মুহূর্তে সবচেয়ে ভাল হবে? কেউ যদি একটু পরামর্শ দিতেন................।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.