আমাদের কথা খুঁজে নিন

   

নর্থ বেঙ্গল ট্যুরের পূর্ব প্রস্তুতি

হুশিয়ারি :- আমার ব্লগে কেউ সাহিত্য খুইজেন না । ইহা একটি মাকাল পরিবেশনা।

দেশের উত্তরাঞ্চলটা ঘুরে দেখার ইচ্ছ ছিল অনেকদিন ধেকেই। কয়েক মাস ধরে প্লান প্রোগ্রাম করছি কবে যাবো, কবে অফিস থেকে সময় পাওয়া যাবে। আমি কাজের ফাঁকে ফাঁকে নেট থেকে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা সম্পর্কে তথ্য নিলাম এবং প্রয়োজনীয় তথ্য আলাদা ওয়ার্ড ফাইলে পেষ্ট করে রাখলাম।

আমার ট্যুর পার্টনারের সাথে এসকল তথ্য গুলো এনালাইসিস করে ঠিক করা হলো আমরা দিনাজপুর থেকে ঘুরা শুরু করবো। তারপর যাবো রাজশাহী আর চাপাঁই নবাবগঞ্জ। ঠিক করা হলো আমরা ১৩ নভেম্বর বৃহষ্পতিবার অফিস থেকে তাড়াতাড়ি বের হয়ে সোজা চলে যাবো কলেজগেট বাস স্টান্ডে। তারপর সেখান থেকে ভালো কোন চেয়ারকোচ করে রওনা দিবো দিনাজপুরের উদ্দেশ্যে। আর ঢাকায় ফিরবো ১৬ নভেম্বর রবিবার রাতে।

পরের দিন সোমবার অফিস। সারা আফিস জানে আমরা দুই দিনের জন্য ঘুরতে যাচ্ছি। আমাদের আটকানোর আর কোন উপায় নেই। ফাইনাল কর্নফারমেশন নিলাম এডভাইজার স্যারের কাছ থেকে। আমি আর আমার পার্টনার হাসান ভাই স্যারের রুমে ঢুকে বললাম, স্যার একটা আবদার নিয়ে আসছি।

- কি আবদার ? তোমরা দুইজন একসাথে ! বিয়ে সাদী নাকি ? - না স্যার, বিয়ে না। আমরা নিয়ত করছি দিনাজপুর, রাজশাহী আর চাপাই নবাবগঞ্জ যাবো, আগামী শনিবার অফিসে আসবো না। - কোথায় দিনাজপুর ? কোথায় রাজশাহী ? কত দুরুত্ব জানো ? - স্যার, নিয়ত করে ফেলছি। কোন উপায় নাই। - নিয়ত যখন করছো, যাও ঘুরে আসো।

স্যারের রুম থেকে হাসি মুখে বের হোলাম। বিশ্বাস ছিল স্যার মানা করবেন না। কারন, আমরা দুজনই ফাকি-ঝুকি ছাড়া কাজ করি, ছুটি কাটাই না। আমার স্যারের কাছে এসে খবরটা জানালাম- স্যার এডভাইজার স্যার আমাদের যেতে বলেছে। বলছেন ৭/৮ দিন ঘুরে আসো, আমরা অবশ্য এতোদিন থাকবো না সোমবার ইনশাআল্লাহ অফিস করবো।

স্মৃতি : নভেম্বর/২০০৮।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.