আমাদের কথা খুঁজে নিন

   

বিপিএল কী শুধু বিদেশী ক্রিকেটারদের জন্যই?????নাকি এটা বলিউডি বিজ্ঞাপনের জায়গা?????

অন্তহীন আমাদের পথচলা,জীবনের বাঁকে-বাঁকে গতির পরিবর্তন। আর চাওয়া - পাওয়ার অসম সমীকরণ। এই নিয়েই আমাদের জীবন দেশে চলছে ক্রিকেট বিজ্ঞাপনের সবচে বড় আসর বিপিএল টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট। চলছে ব্যাট ও বলের লড়াই। আমরা মোহিত হচ্ছি,মাঠের ভিতরের ও বাইরের সৌন্দর্য দেখে হচ্ছি পুলকিত।

ভাষার মাসে শুরুর অনুষ্ঠানে হিন্দি ছবির গান আর বোম্বের অপ্সরাদের প্রায় নগ্ন নৃত্য দেখে আমাদের ক্রিকেট কর্তারা আমাদেরকে পৃথিবীর সবচেয়ে আদিম বিনোদনের প্রথম ধাপের সুখ দিয়েছেন। বলিউডের ললনারা এসেছেন,আসবেন,ঝাকে-ঝাকে,দলে-দলে আসবেন। বিচিত্র কিছু তো নেই,টাকা যেদিকে তারাও সেদিকে,তাই নয় কি? আরো একদলকে দেখে আমরা বিমোহিত হয়েছি,হয়েছি ধন্য। তারা ক্রিকেটার অথবা বৈশ্বিক ক্রিকেটার। পৃথিবীর এদেশে,ওদেশে,অলিতে,গলিতে খেলে বেড়ান।

এদেশেও তারা এসেছেন,খেলেছেন। বলা বাহুল্য দেশীদের চেয়ে ভালই খেলেছেন,খেলছেন। কিন্তু আসল সমস্যাটা অন্য জায়গায়। সেটি হল তারা এমনভাবে সুযোগ পাচ্ছেন যে আমাদের দেশীরা সেভাবে সুযোগ করে নিতে পারছেন না। তরুণ ক্রিকেটাররা তো নয়ই।

অথচ তাদেরকে উন্নত করার জন্যই নাকি এই টূর্নামেন্ট। তারা যদি খেলারই সুযোগ না পায় তবে উন্নতি করবে কেমন করে? বিপিএল চলছে,চলবে। তবে এর দ্বারা আমাদের দেশ কতটুকু উপকৃত হবে তা নিয়ে সংশয় আছে। । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।