আমাদের কথা খুঁজে নিন

   

শূন্য

সাম্প্রদায়িকরা... নো কমেন্ট প্লিজ....

শূন্যেতে জীবন মরণ, শূন্যেতে বসবাস শূন্যেতে হয় সবই ভাল, শূন্যে সর্বনাশ শূন্য থেকে শুরু করে শূন্যেতে হয় শেষ শূন্যেই সব বাহবা ছিঃ ছিঃ, শূন্যেই হয় বেশ। শূন্যেতে বাসি ভালো, শূন্যেতে বাসি মন্দ শূন্যেতে থাকে শুধু ভালো-মন্দের দ্বন্দ্ব শূন্যেই ভাঙে স্বপ্ন আবার শূন্যেই স্বপ্ন আসে শূন্যেই সব ডোবে আবার শূন্যেই সব ভাসে। শূন্যেই হয় স্বর্গ-নরক, শূন্যেই পুণ্য-পাপ শূণ্যেই মোরে পুড়িয়ে মারে প্রেম জ্বরের তাপ শূন্যেই জমে ময়লা মনে, শূন্যেই হয় ভার শূন্যের ময়লা শূন্যেই থাকে হয় না পরিস্কার।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।