আমাদের কথা খুঁজে নিন

   

কিছু অস্বাভাবিক তথ্য পর্ব ২

সত্য কথা বলি, সৎ পথে চলি......বুদ্ধি ও যুক্তি দিয়ে কাজ করার চেষ্টা করি থাইল্যান্ডে একটা ১৮ তলা এপার্টমেন্ট আছে। । এই এপার্টমেন্টে থাকা বেশিরভাগ মানুষগুলো হলো বিভিন্ন দেশ থেকে থাইল্যান্ডে পড়তে আসা স্টুডেন্ট। । এই এপার্টমেন্টে এই পর্যন্ত ৬টা আত্মহত্যার ঘটনা ঘটেছে।

। যারা আত্মহত্যা করেছে তারা সবাই স্টুডেন্ট আর এর মাঝে সবাই এপার্টমেন্ট থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছে। । এই এপার্টমেন্টে কয়েকটা ফ্লাট আছে যে গুলোর রুমে প্রায় ২৪ ঘণ্টাই ফিসফিস করে কথা বলার আওয়াজ শুনতে পায় সেই ফ্লাটে বসবাসকারী স্টুডেন্টরা। ।

কথাটা হলো থাইল্যান্ডের ভাষায় একটি শব্দ। । ধারণা করা হয়, এই ফিসফিসানি ফ্ল্যাটের স্টুডেন্টদের মনে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করে, যার ফলে তারা লাফ দিয়ে আত্মহত্যা করতে বাধ্য হয়। । থাইল্যান্ডের ভাষায় সেই শব্দটির অর্থ হচ্ছে, "জাম্প" বা "নিচে লাফ দাও"!! (http://www.bhooterblog.com) ভূতেরব্লগ ডট কম থেকে সংগৃহিত ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।