আমাদের কথা খুঁজে নিন

   

কিছু অস্বাভাবিক সত্য

১। মানব দেহে রক্তবাহিকার মোট দৈর্ঘ্য ৬০,০০০ মাইল। বাপরে বাপ। পৃথিবীর ব্যস প্রায় চার হাজার মাইল!!! ২। মানুষের চোখ ১০,০০০,০০০টি বিভিন্ন রঙ শনাক্ত করতে পারে।

বাপরে বাপ, এত রঙ পৃথিবীতে আছে তাই তো জানতাম না। ৩। মানুষের যকৃত প্রায় ৫০০ ধরনের কাজ করতে পারে। খাইসে, ফাংসান অফ লিভার পরীক্ষায় আসলে ১০ টা কাজ এর নাম লিখতেই খবর হয়ে যায়। ৪।

সারা জীবনে আমরা আমাদের আঙুল ২৫,০০০,০০০ বার নড়াচড়া করি। আজ থেকে আঙুল নড়ান বন্ধ, বেশিদিন বাঁচতে চাই। ৫। আমাদের হৃদপিণ্ড এক দিনে ১০০,০০০ বার স্পন্দিত হয়। পারলে ঠেকা দেখি... ৬।

মগজের ৮০% জলীয়। কী!!! পৃথিবীর তো চার ভাগের তিন ভাগ জল, আর আমদের মাথার অবস্থা আরও খারাপ!!! পাঁচ ভাগের চার ভাগই জল!!! ৭। জন্মের ছয় মাসের আগেই দাঁত গঠন শুরু হয়। অত আগে দাঁত দিয়ে কি হয়? ৮। এক দিনে গড়ে আমরা ১১,০০০ লিটার বাতাস ফুসফুসে প্রবেশ করাই।

তারমানে এক ঘরে দুই তিন জন থাকলে আপনি নিশ্চিত ভাবে আপনার সঙ্গীর ফুসফুস থেকে ছেড়ে দেওয়া বাতাস নিজের ফুসফুসে নিচ্ছেন। সাবধান, আপনার সঙ্গী যেন ধূমপায়ী না হন। ৯। আমাদের পাকস্থলীর ভিতরের আবরণী প্রতি তিন থেকে চার দিনে প্রতিস্থাপিত হয়। এর মানে আমরা আমাদের পাকস্থলীর ভিতরের আবরণী তিন চার দিন এর মধ্যেই হজম করে ফেলি।

১০। বাচ্চার জন্মের সময় প্রায় ৩০০ টা হাড্ডি থাকে। হুম, এই জন্যই বাচ্চারা বদের হাড্ডি হয়। ১১। অধিকাংশ মানুষ ৬০ বছর বয়স হতে না হতেই তাদের জিহ্বার স্বাদকুড়ির ৫০% নষ্ট হয়ে যায়।

খাইসে, তারমানে ছোট বাচ্চারা সব কিছুর স্বাদ বেশি পায়, কিন্তু ছোটবেলায় খাওয়া সেরিলাকের স্বাদ যে ভুলে গেছি!!! ১২। এক ধাপ ফেলতে আমরা ২০০ টা মাসল ব্যবহার করি। লুক বিফোর ইউ স্টেপ... ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।