আমাদের কথা খুঁজে নিন

   

অস্বাভাবিক!!!

আমি হরি পোদ্দার এর একজন একনিষ্ঠ ভক্ত।

গত এক বছরে আমি একজন অদ্ভুত ব্যক্তিতে পরিনত হলাম। ১। রিকশা চড়ার সময় সবাই হাঁ করে সামনে তাকিয়ে থাকে। অথবা কোন মানুষ কি করছে, কোন মহিলা দেখতে মোটামুটি সুন্দর, কোন গাড়ির মডেল কি আর দাম কত পরতে পারে, সেই হিসাব করে।

কিন্তু ইনফেরিওর এক্সট্রিমিটি কার্ড শেষ করার পর আমার এক বদভ্যাস দাড়িয়ে গেছে- রিকশাওালা মানুষটার পায়ের পায়ের gastrocnemius পেশি আর short saphenous vein কিরকম প্রমিনেন্ট সেটা খেয়াল করি। ২। কেউ যদি আমার সাথে কথা বলতে থাকে, তাহলে আমি তার মুখের কথা না শুনে তার কোন কোনmuscles of facial expression কাজ করছে, সেটা বের করার চেষ্টা করি। এইজন্যই অমনোযোগী শ্রোতা হিসেবে আমার বেশ বদনাম আছে। ৩।

কেউ ঘাড় ঘুরিয়ে আমার দিকে তাকিয়ে থাকলে তার sternocleidomastoid পেশিটার গঠন পর্যবেক্ষণ করি। আচ্ছা আমি এরকম হয়ে যাচ্ছি কেন? কয়েকদিন পর কি আমাকে সাইক্রিয়াট্রি ওয়ার্ড এ ভরতি হতে হবে? আপনারাই বলুন আমি কিভাবে স্বাভাবিক জীবনে ফিরে আসব।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।