আমাদের কথা খুঁজে নিন

   

বিপিএল (BPL) এর উদ্বোধনী অনুষ্ঠানের ব্যবচ্ছেদঃ

দেশ থেকে হাজার মাইল দূরে থেকেও বিপিএল এর উদ্বোধনী অনুষ্ঠান দেখলাম। কিছু অনুভুতি প্রকাশ করার ইচ্ছে জাগল। প্রথমেই স্মরণ করিয়ে দেই এটা ভাষার মাস। আর এই ভাষার মাসে শুরু হল বাংলাদেশ প্রিমিয়ার লীগ। উদ্বোধন করলেন মাননীয় রাষ্ট্রপতি।

কথা হল এই বিপিএল এর উদ্বোধনকে কি রাষ্ট্রীয় মর্যাদা দেয়ার জন্য রাষ্ট্রপতি হাজির থেকেছেন? তা হলে ঠিক আছে না হলে আমি ভাবছি আমার পাড়ায় একটা সেলুন দেব ঐটার উদ্বোধনে ও রাষ্ট্রপতিকে হাজির থাকতে হবে। এবং তা অবশ্যই। কারণ বিপিএল যেমন ব্যবসায়িক স্বার্থে আমার সেলুন ও হবে একই উদ্দেশ্যে। এখন বাংলাদেশের রাষ্ট্রপতি যে অনুষ্ঠান উদ্বোধন করলেন সেই অনুষ্ঠানে আমরা কি দেখলাম। দেখলাম অনেক কিছুই।

হাফ ইঞ্চি সাইজের বেঢপ বাপ্পির উলা লা সাথে কত কত হিন্দি নাচ আর গান। আহা হা! হিন্দির মজাই আলাদা! হিন্দি ছাড়া আবার এযুগে ভাব জমে নাকি! রাষ্ট্রপতি চলে গেছেন। উনি হয়ত এত যৌনাবেদন সহ্য করতে পারবেন না তাই অঘোষিত স্বীকৃতি দিয়ে বিদায় নিলেন। বয়সতো অনেক হল, না হলে একটু উপভোগ করা যেত মুন্নি শিলা। শালার বয়সটা এমন পর্যায়ে একটু মৌজমাস্তি করলে আবার শরীরে সয় না।

তাই একটু রেস্ট টেস্ট নেয়া প্রয়োজন। সামনে আবার কি নাকি শহীদ দিবস। বাল ছাল। প্রত্যেক মাসেই মরা লেগেই আছে। সেখানে আবার কত্ত ঝক্কি ঝামেলা।

রাতের ঘুম হারাম করে পুষ্পস্তবক অর্পণ, শ্রদ্ধা জ্ঞাপন কত সব হাবিজাবি। দৃষ্টি আকর্ষণঃ ১. বিএসএফ প্রধান- ইউ কে বনশল ঘোষণা দিয়েছেন, 'সীমান্তে গুলি চলবে। ' ২. উদ্বোধনী অনুষ্ঠানে দেখলাম সব কিছুই ছিল আমোদ ফুর্তি, মৌজ মাস্তি, যৌনাবেদনময়ী নারী। একটা জিনিস মিস করলাম তা হল এলকোহল। দুই একটা শ্যাম্পেনের বোতল খুলে উদ্বোধন ঘোষণা করলে ষোলকলা পূর্ণ হয়ে যেত।

৩. বিপিএল এর চিয়ার গার্লসরা বোরকা পরিহিত থাকবে এই আশা করছি, যত যাই হোক এটা মুসলিম কান্ট্রি, মুমিনদের ও একটা দাবী আছে দেশের উপর; নীল জগতের তারকা(আমি শিওর না আমার সাথে কিছু ঘটে নি পেপার পত্রিকায় দেখা) নওশিন ও দেখলাম বাংলা ইংরেজি (হিন্দিটা খুব মিশ করেছি) মিশিয়ে বেশ লম্বা হাতা ব্লাউজ পরে অনুষ্ঠান সঞ্চালনা করল। মুনমুন তো আরো সরেস, পুরাই মোল্লি (মানে মোল্লার বউ)। ৪. এত কিছুর পরেও দর্শকদের একটু মলিন লাগলো। আসলে এত টাকা টিকিট কেটে যারা গিয়েছেন তারা তো আবার সমাজের বিশেষ শ্রেণী (আমার মতো সাধারন মানুষদের হয়তো যাওয়ার সুযোগ ঘটে নি); পাদ দেয়ার আগেও এরা হিসেব করে নেয়। প্রেস্টিজ বলে একটা বেপার আছে না।

তাই সঞ্চালিকারা বার বার হাত তালি দেয়ার অনুরোধ করার পরে ও দর্শক মহল থেকে তেমন সারা দেখলাম না। মালাইকা - বিপাশা দেখে মনে মনে হয়ত বিছানা পর্যন্ত চলে গিয়েছে কিন্তু বাইরে উচ্ছ্বাস দেখালে জাত চলে যাওয়ার ভয় থাকে যে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।