আমাদের কথা খুঁজে নিন

   

হৃদয়ের ক্ষত

রংপুর এই পৃথিবী এই আয়োজন আমার জন্য নয়, কাকে বলবো এ হৃদয়ের গোপন ব্যাথা, নিভে যাওয়া বাতি আমি আমার মাজারে, ভেবেছি ভুলে যাব, ভুলে যাব সব, কিন্তু কিছুই পারি নি ভুলতে, ধুম উঠেছে আবার হৃদয়ের জানাযা দেবার, সব কিছু ছেড়ে এসেও পাই নি আমার ঠিকানা, দুঃখ ভোলার ও পাই নি কোন বাহানা, হৃদয় খোঁজে সেখানে,যেখানে ভালোবাসা, কি বলবো এই সমাজ সংসার কে? এক জেতা বাজি হেরে, আমি খুজে চলেছি আমার হারিয়ে যাওয়া পথ, তার না আছে কোন ঠিকানা না জানি কোন খবর, তাদের ও খোদা মেলে যারা খোদা খোঁজে, শুধু আমি দেখতে চাই তার রুপের ঝলক, কিভাবে না যাই সেখানে কেউ ডাকছে যে আমায়, হৃদয়ের ক্ষত মুছে দেবে সে,সব বন্ধন ছিন্ন করেছি তাই,।।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।