আমাদের কথা খুঁজে নিন

   

হৃদয়ের রুদ্ধদ্বার

শখ হল তাই ব্লগ লিখি... অজস্র তারকারাজির মেলায় একটি মাত্র নক্ষত্র; ঘুমোট অন্ধকার পৃথিবীর শত ঝর-ঝঞ্জা পেড়িয়ে, জোৎস্নার এতটুকু আলোয় দৃষ্টির শেষ সীমানা ছাড়িয়ে, চাতক পাখির ন্যায় খুঁজে ফিরি। ঝড়ের প্রকোপে নুয়ে পড়া বৃক্ষের ডালপালা গুলো সোজা হয়ে দাড়াতে চায় বারবার, নীড় হারা পাখিগুলো গা ঝারা দিয়ে ওঠে ফিরে পেতে স্বর্ণালী নব দিগন্তের আভাস। শত বেদনার আর্ত চিৎকার প্রতিধ্বনি হয়ে ফিরে আসে, দুমড়ে পড়া স্মৃতি গুলো আছড়ে পড়ে পথের বাঁকে। সাদা মেঘরাশি ডেকে বলে, কি হবে ? বৃষ্টির পানে তাকিয়ে আর ! তবু সে খোলেনি হৃদয়ের রুদ্ধদ্বার। সাগর

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।