আমাদের কথা খুঁজে নিন

   

হৃদয়ের শূণ্যতা

আমি জানি আপনি ভালো । কিন্তু আমি আপনার মত ভালো না ! কেন জানি মনে হয় আমি কারো যোগ্য না - অপেক্ষার প্রহর গুলো যেন শেষ হতে চায় না , ভাবছ তোমার ফিরে আসার অপেক্ষা , না এখন আমার সোনালী দিনগুলোকে ফিরে পাওয়ার অপেক্ষা ,,প্রতিটা মানুষের হৃদয়েই মনে হয় কিছু অদ্ভূত শূণ্যতা আর হাহাকার থাকে ,, ধরে নিলাম আমার হৃদয়টায় শূণ্যতা ,, কিন্তু তুমি কি সুখে আছ , তোমার হৃদয়ে কি একটা সত্যি কারের ভালবাসা হারানোর হাহাকার নেই ,, হয়তো বা নেই কারন হৃদয় থেকে ভালোবাসলে তুমি জানতে শূণ্যতা আর হাহাকার কি ,, এখন তোমার কথাগুলো মনে হলে কিছু বলার ভাষা আমি খুঁজে পাই না ,, হয়তো বা বহুপ্রতিক্ষীত কষ্টের প্রহর আমার একদিন শেষ হবে , ছন্দহীন আমার জীবনে কেউ সুর ফিরিয়ে আনবে ,, শেষ হবে আমার প্রতীক্ষার প্রহর ,, আজ তোমার কাছে একটা প্রশ্ন করি তুমি কারো হৃদয়ের গহীনে লুকিয়ে থাকা কল্পনার মানুষ হতে পারবে ,, তুমি কারো একমাত্র সঙ্গী হতে পারবে ,, কারো সোনালী রোদ ,, কারো রংধনুর রং ,, কারো স্বপ্ন ,, কারো পৃথিবী ,, তুমি কিছুই হতে পারবে না ,, তুমি শুধু পারবে কারো হৃদয়ের শূণ্যতা আর হাহাকার হতে । ইমরান নীল

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।