আমাদের কথা খুঁজে নিন

   

দলীয় আবৃত্তির জন্য লেখা : পড়তে পারেন সবাই

আমার জীবন একটা , একটা জীবনে একজনকেই চাই ..........তার নামটা না হয় না ই বললাম ....... দলীয় আবৃত্তির জন্য লেখা স্বাধীনতা এবং শেখ মুজিবুর রহমান নুরুল ইসলাম য়াফিক শুনছো কি আজ দেশমাতা হে বঙ্গ তুমি ( মেয়ের দল) আমরা যারা নবীণ ,অম্র মুকুল যারা সিরাজউদ্দৌলার পরের পর্ব পরের সব রক্ত মাখা ইতিহাস সব জানতে চাই জানতে চাই জানতে চাই ৷ (সবাই ) কোত্থেকে যে এল এই স্বদেশ ভুমি ( ছেলের দল ) তিতুমীরের বাঁশের কেল্লার দুর্গ থেকে কিংবা রবীন্দ্রনাথের সোনার বাংলার প্রথম পাঠ ( সবাই ) মীরজাফরের বেঈমানীর চেয়ে জঘন্য কার ইশারায় সব ভঙ্গ হয় তড়িত্‍ বেগে জানতে চাই জানতে চাই চানতে চাই ( সবাই ) মায়ের ভাষা কেড়ে নিতো কারা ( মেয়ের দল ) কাদের কাছে ভিনদেশীরা ছিল আপন ভাইয়ের হাতে ভাইকে যখম মন্ত্রনা কার কাদের তরে দেশটা ছিল স্বার্থপরের ? ( সবাই ) জানতে চাই জানতে চাই জানতে চাই ( সবাই ) কোন সে এসে দেখাল আলোর পথ ( ছেলের দল ) মায়ের ভাষা ফিরিয়ে দেয়ার দীপ্ত শপথ বুলেট কিংবা বুটের আঘাতে নত নয় কে সে এসে ধ্বংস করে বেয়নেটের ( সবাই ) জানতে চাই জানতে চাই জানতে চাই ( সবাই ) শুনরে তবে অম্রমুকুলেরা সব ( একজন মেয়ে -মা'র চরিত্র) হাতে নে কাগজ কলম , টেপ রেকর্ড মুছে যেন যায়না তা আঘাতেও বিকৃত তা হয় না যেন কখনো আমরা শুনছি মা , বুকে নিয়ে দীপ্ত শপথ ( সবাই ) হাতে আছে কাগজ কলম লিখতে ইতিহাস , শুনতে ইতিহাস ৷ বঙ্গভুমির বালিকনাও বন্ধু তার ( একজন মেয়ে -মা'র চরিত্র) বুক ভরাও আশা ছিল অজস্র নামটি তার শেখ মুজিবুর রহমান শেখ মুজিব শেখ মুজিব শেখ মুজিব (সবাই) রাজাকাররা চেয়েছিল বাংলা যাক ( একজন মেয়ে -মা'র চরিত্র) সব কিছুতেই উদর্ু ভাষা রক্ষা পাক কেন কেন কেন (সবাই ) বাংলা ছিল তাদের জন্য যম ( একজন মেয়ে -মা'র চরিত্র) বীযর্্য তাদের পশ্চিমাদের ,অন্তরেতেও ছিল তাদের বেঈমানী ৷ শেখ মুজিবই দিল প্রথম মন্ত্রনা কেমন করে দূর করবে ভাষা হারানোর যন্ত্রনা ৷ তারপরে কি হয়েছিল সবাই জানে ৷ আমরা জানি মা , রফিক , জব্বর , সালাম বরকত শহীদ হল (সবাই) মুজিবকে খুজতে তারা হন্যে হল ৷ ৭১ এ বাংলা ধ্বংসের পাঁয়তারা (সবাই) রাজাকার , আল শামস, আল বদরদের হুংকারে দুধের শিশুও ভয়ে তখন কাঁপছে আকাশ -পাতাল ভয়ে বুঝি ডুকরে ওঠে ৷ রেসকোর্সের প্রাঙ্গন থেকে যুদ্ধে যাবার শপথ ( মেয়ের দল ) যার যা আছে তাই নিয়ে তৈরী থাকার দীক্ষা কালজয়ী সেই ভাষণ থেকে সৃষ্টি করা লাল সবুজের ভুখন্ডটা ফিরিয়ে পাওয়ার যুদ্ধ হোক যুদ্ধ হোক যুদ্ধ হোক ( সবাই ) শুনরে ওরে অম্রমুকুলের দল ( একজন মেয়ে -মা'র চরিত্র) আমি আর পারছিনা যে সইতে লাল সবুজের পতাকাটা মুক্ত করেও পারেননি তিনি বাংলাতে বেশি দিন থাকতে ৷ আর কেঁদোনা মা ( সবাই ) আমরা আছি নব যুগের নতুন কলি ৭৫'র পুনরাবৃত্তি হবেনা আর আল শামসের শ , আল বদরের ব , রাজাকারের র দেশবিরোধী শক্তি সব নিপাত যাবে চেতনাতে মোদের বুকে মুজিব রবে ৷ মোরা বঙ্গবন্ধুর সোনার স্বদেশ ফিরিয়ে দেব (২বার) কবিতা লেখার তারিখ : ০৩-১২-২০১১ ইং

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.