আমাদের কথা খুঁজে নিন

   

সরকারী ভবনে দলীয় বৈঠক কেন??

বাংলায় কথা বলি,বাংলায় লিখন লিখি, বাংলায় চিন্তা করি, বাংলায় স্বপ্ন দেখি। আমার অস্তিত্ব জুড়ে বাংলা ভাষা, বাংলাদেশ।

দৈনিক আমাদের সময়ের সর্বশেষ সংবাদ (২২ শে মে ২০১০) বিকেলে বৈঠকে বসছে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটি বেনু সূত্রধর: বিকেলে অনুষ্ঠিত হতে যাচ্ছে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠক। দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে বিকেল ৫টায় এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আগামী ৬ জুন ঐতিহাসিক ৬ দফা দিবস ও ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্টা বার্ষিকীর কর্মসূচি নিয়ে বৈঠকে আলোচনা হবে বলে জানিয়েছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ।

তিনি আরো জানান, বিরোধী দলের নেতিবাচক রাজনীতি মোকাবিলায় সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষে কি ধরণের কর্মসূচি নেয়া যায় তা নিয়েও বৈঠকে আলোচনার কথা রয়েছে। প্রথম আলোর তাজা খবরেও এই সংবাদ প্রদর্শিত হচ্ছে। এখন আমার প্রশ্ন হচ্ছেঃ আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের এই বৈঠক কি মন্ত্রিসভার কোন বৈঠক? যদি তা হয় তাহলে আমার বলার কিছু নেই। আর যদি মন্ত্রী সভার বৈঠক না হয় তাহলে আমার কিছু একটা বলার আছে। কারণ এটি একটি দলীয় বৈঠক।

দলীয় বৈঠক কেন সরকারী অফিসে অনুষ্ঠিত হবে???? দলটির কি কোন দলীয় অফিস নেই? আমার জানামতে. দলটির একাধিক অফিস আছে ঢাকাতে। একটি জিনিস আমার অনেক খারাপ মনে হয়, আমাদের দেশের নেতারা ভুলে যান, সরকার আর দল এক নয়। সরকারী বৈঠক যেমন দলীয় কার্যালয়ে করা ঠিক নয় তেমনি দলীয় বৈঠকও সরকারী অফিস কিংবা সরকারী স্থাপনায় করা উচিত নয়। আমাদের সকলের মনে রাখা উচিত, বঙ্গভবন হচ্ছে রাষ্ট্রপতির সরকারী বাস ভবন কাম অফিস আর গণভবন হচ্ছে প্রধানমন্ত্রীর সরকারী বাস ভবন। তার আলাদা কার্যালয়ও রয়েছে।

রাষ্ট্রপতির আলাদা কোন কার্যালয় নেই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.