আমাদের কথা খুঁজে নিন

   

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষে দুই ছাত্র নিহত

আমি এক স্বপ্নাচারী, স্বপ্ন বুনে যাই.......... আবারো অস্থিতিশীল হয়ে উঠছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদে ছাত্রলীগ ও ছাত্রশিবিরের মধ্যে আজ বুধবার সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই ছাত্র নিহত এবং প্রক্টরসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। নিহত ছাত্ররা হলেন প্রাণীবিদ্যা বিভাগের পুরাতন প্রথম বর্ষের মুজাহিদ ও ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের মাসুদ বিন হাবিব। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম এই দুই ছাত্রের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি বদিউল আলম জানান, মাসুদ বিন হাবিব সোহরাওয়ার্দী হল শাখার ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক। আর মুজাহিদ শিবিরের সাথী। প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েক দিন আগে বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়। সেখানে শিবির ও ছাত্রলীগের কর্মীরা গেলে উভয় পক্ষের মধ্যে কথাকাটাকাটি ও হাতাহাতি হয়। এ নিয়ে গতকালও ক্যাম্পাসে উত্তেজনা ছিল।

এরই জের ধরে আজ দুপুর ১২টার দিকে ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ৪১৯ নম্বর কক্ষে দুই শিক্ষার্থীর মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে দুপুর সাড়ে ১২টার পর থেকে উভয় দলের কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া চলতে থাকে। এ সময় তাঁরা চার-পাঁচটি গুলি ছোড়েন। এই সংঘর্ষে গুরুতর আহত মুজাহিদকে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। আর মাসুদকে হাসপাতালে আনার পর চিকিত্সকেরা মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, আহত ১১ ছাত্রকে চিকিত্সার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। দুপুরে প্রক্টর নাসিম হাসান উত্তেজিত ছাত্র ও দুই দলের নেতা-কর্মীদের শান্ত করতে গেলে একপক্ষ তাঁকে লক্ষ্য করে পাথর ছোড়েন। এতে তিনি মুখে আঘাত পান। পরে তাঁকে পুলিশের গাড়িতে করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে।

তবে উভয় পক্ষের দাবি, সংঘর্ষে পুলিশের অবস্থান ছিল সন্দেহজনক। উভয় পক্ষের কর্মীরা শাহজালাল হলের সামনে দুই পাশে অবস্থান নিয়েছেন। এ ঘটনায় ক্যাম্পাসে থমথমে অবস্থা বিরাজ করছে। ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.