আমাদের কথা খুঁজে নিন

   

শালার শালা.....

রাতের আকাশের নগ্নতা খুঁটিয়ে খুঁটিয়ে দেখি কিন্তু পারি না মনের আকাশ দেখতে। আমার বস্। আসলে বস্ শব্দটা তার জন্যে না। বেশ ইয়াং, আনমেরিড, টাকলু, মিউজিক প্রিয়, নারী প্রেমিক, সর্বোপরি অলস। তবুও আমার বস।

কারন আমি তার অধীনে কাজ করি। মাস গেলে পারিশ্রমিক পাই। এমনিতে আমাকে ঘাটায় না। তবুও কেন যেন আমার পছন্দ না। আবার অপছন্দ করি তাও না।

কদিন হল মেজাজটা চরম হট হয়ে আছে। বসকে দেখলেই পিটাতে ইচ্ছা করছে। কারণটা অবশ্য উদ্ধার করেছি। এখন নিজেকে সামাল দিচ্ছি। আজকের কাহিনী: আজ একটু আগে আমার রুমে বস আসল।

হাসতে হাসতে কাল আকাবাঁকা দাঁতগুলো বের করে কথা বলা শুরু করল। গা টা কেন যেন গুলিয়ে উঠল। রাস্তার টোকাইদেরও দাঁত এর চেয়ে পরিস্কার থাকে । যাহোক আমার অন্য কলিগদের দিকে তাকিয়ে জানাল, এখন থেকে আমাদের ইংলিশ স্পোকেন প্রাকটিস করতে হবে। যুয়েলের S এর উচ্চারনের সমস্যা, তাই তার S এর দিকে নজর দেয়া হবে।

আফজালের গ্রামার সমস্যা , তাই তাকে গ্রামার কোর্স দেয়া হবে। আর একজনের ভোকাবিউলারি কম, তাকে সেই কোর্স দেয়া হবে। আর আমার দিকে তাকিয়ে কিছু বলতে চেয়েও বলল না। কারন সে নিজে ভাল করেই জানে আমি তার চেয়ে ভাল। যাই হোক ঝড়ে বক মড়ার মত হয়ত আমাকে মরতে হবে।

মেজাজ খারাপের কারন কিন্তু এসব না। অন্য একটা ব্যাপার আছে। যা হোক যে কথাটা বলার জন্যে এত কিছু লিখছি। সেটা হলো, যখন বসের কথা গুলা শুনছিলাম, তখন মনে মনে আওড়ালাম, শালার শালা বাংলা ঠিক মত বলতে পারিস না, ইংলিশ নিয়া ত্যানা চিড়িস। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।