আমাদের কথা খুঁজে নিন

   

শালার পবিত্রতাবাদী উজবুক-

অতি দক্ষ মিথ্যুক না হলে সত্যবাদিতা উৎকৃষ্ট পন্থা

ঢাকা রমজানে বসবাসঅযোগ্য নগরী হয়ে যায়, এখানে নওমুসলিম জেহাদী জোশে মত্ত মানুষের সংখ্যা বেড়ে যায়, তারা নানাভাবে বেরোজদারদের হেনেস্তা করে, তাদের স্বাভাবিক জীবন যাপনে ব্যাঘাত ঘটায় এবং অকারণেই সহিংস হয়ে উঠে। তবে সরকারী কর্মকর্তারাও যে এই পবিত্রতা আন্দোলনে যোগ দিবেন এমনটা বুঝতে পারি নি। বাংলাদেশে জনসমাগমস্থানে ধুমপান আইনত দন্ডনীয় অপরাধ ঘোষিত হয়েছে, সুতরাং বাসস্ট্যান্ড, পার্ক কিংবা শপিং মলের অভ্যন্তরে ধুমপান নিষিদ্ধ, কিন্তু রাস্তায় ধুমপান নিষিদ্ধ কোনো কাজ নয়, সেটা বেআইনী কোনো আচরণও নয়- ভেজালবিরোধী ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট তরফদার মোহাম্মদ আকতার জামিল মালিবাগ এলাকায় কর্মরত ছিলেন গতকাল, তিনি পবিত্র রমজানে প্রকাশ্যে ধুমপানের অভিযোগে মালিবাগের আব্দুর রাজ্জাক এবং আলীম নামের দুজনকে এবং কাকরাইল এলাকায় মামুন নামের একজনকে প্রকাশ্যে ধুমপানের জন্য ৫০ টাকা করে ১৫০ টাকা জরিমানা করেছেন। এটা তার সরকারী দায়িত্বের অন্তর্ভুক্ত কি না সেটা আমার জানা নেই, ভেজাল বিরোধী আন্দোলনের অংশ হিসেবে রমজানের পবিত্রতায় ভেজাল হলেও সেই আধ্যাত্মিক বোধের ভেজাল রুখতেও সমান তৎপর এই সরকারী কর্মকর্তার পদোন্নতি চাই আমি। তাকে জান্নাতুল ফেরদৌসের দারোয়ান নিযুক্ত করা হোক।

এইসব ধুমপান নিবারণ সংস্থার কয়েকজন এই চলমান ভেজালবিরোধী অভিযানে অংশগ্রহন করেন। যদিও এই ধুমপান নিবারন সংস্থা কোনো সরকার নিযুক্ত প্রতিনিধি নয়, তবুও ব্যক্তিগত যোগাযোগ এবং রমজানের পবিত্রতা জোশে উদ্বুদ্ধ নওমুসলিমের জেহাদি জোশ তাদের বাধ্য করেছে এমন বেআইনী কাজে লিপ্ত হতে। প্রত্যেকের নিজস্ব বিশ্বাসের চর্চা করবার স্বাধীনতা থাকা প্রয়োজন, প্রয়োজন প্রত্যেকের ধর্ম পালন এবং ধর্ম পালন না করবার স্বাধীনতা। এবং এটা নিশ্চিত করা প্রয়োজন, কোনো মানুষই অন্য একজন কিংবা একদল মানুষের নিজস্ব জীবনচারণে কোনো বাধা সৃষ্টি করতে পারে না, যতক্ষণ না সে ব্যক্তি কোনো অবৈধ কিংবা বেআইনী কার্যকলাপে লিপ্ত হয়, রাস্তায় ধুমপান করা এমন কোনো অবৈধ কার্যকলাপ নয়, যা বছরে ১১ মাস বৈধ সেটা রমজানে অবৈধ হয়ে যাবে এমন ভাববার কোনো কারণ নেই। ধুমপান নিবারন সংস্থার কয়েকজন সভ্য যদি অসভ্য এবং বেআইনী ভাবে রমজানের পবিত্রতার ভেজাল খুঁজতে ধুমপায়ীদের জরিমানা করতে উৎসাহী হয়ে উঠেন তবে সেটা মোটেও সুসংবাদ হতে পারে না।

এই সব অত্যুৎসাহী মানুষদের বিচার হওয়া উচিত।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।