আমাদের কথা খুঁজে নিন

   

সুখের কুটির

অথৈ স্বপ্নের সাগরে একটি ভাসমান খড় সাগর মাঝে ছোট্ট দ্বীপ এক ছোট্ট যে তার সীমানা, সেই দ্বীপেরই এক কোণেতে গড়ব সুখের ঠিকানা । দালান নয়, প্রাসাদ নয়, হবে কুড়েঘর, মাটি দিয়ে দেয়াল দিব ছাউনি হবে খড় । ফলবে ক্ষেতে সোনার ফসল আনব তুলে ঘরে , খাটব মাঠে, থাকব সুখে সারা বছর ধরে । সারাদিনের ক্লান্তি শেষে আসবে যখন রাত, আমার উঠোন আলো করবে গোল একখানা চাঁদ । সেই আলোতে মাদুর পেতে গুনব রাতের তারা, আমার সুখের কুটির হবে সকল অভাব-হরা ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।