আমাদের কথা খুঁজে নিন

   

সুখের ছলনা



নিজেই ছলনা করি নিজের সাথে ভাব হয়েছে আশা কুহকিনীর সাথে। ভাবি, আমার মত সুখী কেউ নেই, যত কষ্ট দিয়ে যাক যেই। বড় সুখী মন আমার শত দুখেও নয় হারাবার। তরঙ্গের আঘাতে বেড়ে যায় গতি অনুভব টেনে নেয় জীবনের প্রতি। জানি মরণ আছে, তবু জীবনের কাছে ছুটি শূন্য মনের ঘরে সুখ বাঁধে জুটি। এমনি ছলনা করি নিজের সাথে নির্ঘুম রাত কাটে স্বপ্নের ছলনাতে। কেউ বুঝবে না আমার এ ভাব, বলবে বোকাই আমি, বুদ্ধির অভাব।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।