আমাদের কথা খুঁজে নিন

   

সুখের পরশ

যারা অন্যের সাথে প্রতারণা করে তারা প্রথমে নীজের সাথে প্রতারণা করে,কিন্তু নির্বোধ বলে তারা তা বুঝে না। আর প্রতরণার মধ্য দিয়ে প্রতারক মানুষরুপী শয়তান ও প্রেতে পরিনত হয়। কিন্তু অজ্ঞনতার ধরুন বিবেক তাদের ধ্বংশন করে না। ফলস্বরুপ,তারা পাপাচারে সুখ ভোগ করে। সুখের পরশের খুঁজে চলছে তরী আমার ওপাড়ে।

আজও সুখ আসেনি এই তরীর-তীরে। কভূ কোন ক্ষণে কেউ আসে সুখের গান গেয়ে এই তরীর তীরে। সুখের পরশ চাইতেই মোর চোখের আড়াল হয় সে। তার সুখের পরশ পায়তে মোর প্রাণ কাঁদে সোবহ,সাম। সোবহ বলে দেবে সুখ সামকু,সামকু বলে সোবহ।

আজও আসেনি সোবহ,সাম সেই সুখ লয়ে এই তরীর তীরে। সুখের পরশের খুঁজে চলছে তরী আমার ওপাড়ে। কে দেবে সুখ?,সেই নিঃস্বর্থ নাই এই ভবে,ঐ বাদ মানী আমি। মানে না,মোর নফছ, মোর কল্ভ, মোর রুহ। সেই সুখের পরশের লাগি হৃদপিন্ড আমার এখন নরকের কুন্ডলি।

সুখশূন্য,নরকের কুন্ডলি এই বুকের পরে কে আছগো? একটু সুখের পরশ দিয়ে প্রশান্ত করবে মোর নরক। আমি গাইব আমার সারাতরী শুধু তার গান,সেই আমার পত্নী। সেই আমার শ্রেষ্ঠ স্বর্গ দানকারী,তারই সুখের পরশের খুঁজে চলছে তরী আমার ওপাড়ে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।