আমাদের কথা খুঁজে নিন

   

সুখের খোঁজ...



মনের মাঝে ব্যাথা ভীশণ কাঁদছে যে মন বারে বার মনকে বলি কাঁদিস নারে সুখ পাখি ফিরবে আবার। এ জীবনে যেথাই গেলাম পেলাম না যে সুখের খোঁজ তারই ধরা পেতে হলে পেরোতে হবে হাজার ক্রোশ। এই পথ যে কাঁটাই ভরা শত বাধা শত ধরা মৃতুও যে হাত ছানি দেয় নেই যে এখন কিছু করা। সুখের পাখি ধরতে গেলে পেরোতে হবে এসব পথ মৃতু যদি পরওয়া কর নয় তবে যে সম্ভব। যাদের সাহস আকাশ সমান ভ্য় যে সে কি জানে না তারাই কেবল পথ পেরিয়ে করবে নতুন রচনা। তাদের মত বীর সেনানি ঠিক সব যে আমিও সুখের পাখি ধরবো আকঁড়ে পথ পাবেনা পালানোর!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।