আমাদের কথা খুঁজে নিন

   

মানুষ রূপে অমানুষ

মানুষ হবার প্রচেষ্টায় মাঝে মাঝে মনে হয়, কে আমি? হয়তো, আমি মানুষ। আর কিছু মুখোশধারী মানুষ মত। হয়তো, আমিও অমানুষ। হয়তো, প্রতিদিনের মত, আমিও দেখে দেখি না। হয়তো, হাজার ব্যাস্ততায় দেখার সময় পাই না।

হয়তো, না খেয়ে ছেলেটার দিকে আমি তাকিয়েও তাকাই না। হয়তো, অফিসের ফাইলটা ঘুস ছাড়া, ছাড়ি না। হয়তো, আমার ব্যবসায় প্রতিষ্ঠানের কারনে বেড়ে গেছে পন্যর দাম। হয়তো, আমার বিশ্ববিদ্যালয়ে নেই, ভাল ছাত্রটির কোন নাম। হয়তো, আমার ভেজাল ওসুধ খেয়ে মারা গেছে সেই শিশু, যার মা, আমার মায়ের মত ভালবাসতো তার শিশুকে বলতো, সোনা মানিক আমার, আয় আমার বুকে আয়।

এসব ভাবার সময় আমার কোথায়? বিবেক!!! বিবেক, সেটা আবার কি? আমার তো দরকার টাকা, টাকা থেকে বড় আবার আছে কি? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.