আমাদের কথা খুঁজে নিন

   

প্লাস্টিকের বোতলে শ্রেণীকক্ষ

উন্মাদ বালক বইলাই কিন্তু আমি পুরা উন্মাদ না, সামান্য কয়টা তার ছিড়া... প্লাস্টিক ও কাচের পুরনো বোতল ব্যবহার করে নতুন শ্রেণীকক্ষ নির্মাণের কাজ চলছে ফিলিপাইনে। ক্রমবর্ধমান শিক্ষার্থীদের বসার ব্যবস্থা করতে কম খরচে তৈরি করা হচ্ছে এসব কক্ষ। ফিলিপাইনের লাগুনা প্রদেশের পায়াতাস প্রাথমিক বিদ্যালয়ের একটি মাত্র ক্লাসরুমে ৭০ জনেরও বেশি শিক্ষার্থী গাদাগাদি করে বসত। অতিরিক্ত কক্ষ না থাকায় বাকিদের অস্থায়ী একটি ভবনে বসতে হতো। স্কুলের ভাইস প্রিন্সিপাল রোমেও তাতাদ বলেন, 'অনেক বেশি ছাত্র একসঙ্গে ঠাসাঠাসি করে বসায় অনেকেই পড়ায় মনোযোগ দিতে পারত না।

শিক্ষকরাও ছাত্রদের সমস্যা বা আচরণে নজর দিতে পারতেন না। ' তহবিল সংকটের কারণে স্কুল কর্তৃপক্ষ নতুন ভবনও বানাতে পারছিল না। এক সময় তাদের উদ্ধারে এগিয়ে আসে মাই শেলটার ফাউন্ডেশন নামের একটি সংগঠন। ইট-সিমেন্ট-কংক্রিটের প্রচলিত ভবনের পরিবর্তে পুরনো ও ব্যবহৃত বোতল দিয়ে নতুন ভবন তৈরির উদ্যোগ নেয় তারা। ভবন তৈরির জন্য প্রথমে কাচ ও প্লাস্টিকের খালি বোতলগুলো মাটি, পানি ও সিমেন্টের মিশ্রণ দিয়ে ভর্তি করা হয়।

বোতলগুলো পরপর সাজিয়ে ভিত্তিপ্রস্তর ও দেয়াল বানানো হয়। বাতাস চলাচলের জন্য দেয়ালের ছোট ছোট ছিদ্র রাখা হয় এবং আলোর জন্য স্টিলের কাটা ড্রাম দিয়ে তৈরি সৌরবাতি লাগানো হয়। পুরো কাজ শেষ হলে পায়াতাস স্কুলে আটটি নতুন কক্ষ পাওয়া যাবে। সাধারণ মাপের ক্লাসরুমের চেয়ে এগুলো প্রায় দ্বিগুণ বড় এবং এগুলো তৈরিতে খরচ হয়েছে ইটের ভবন নির্মাণের তিন ভাগের এক ভাগ। ফিলিপাইনে কয়েক বছর ধরেই পুরনো বোতল দিয়ে ভবন নির্মাণের বিষয়টি মনোযোগ আকর্ষণ করছে।

কিন্তু এর জন্য পর্যাপ্ত অর্থ সরকার দিতে পারছে না। ইটের পরিবর্তে তাই বোতল দিয়ে ভবন নির্মাণের বেসরকারি উদ্যোগটি বেশ সাড়া ফেলেছে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.