আমাদের কথা খুঁজে নিন

   

প্লাস্টিকের হাতুরি

মাথায় অনেক গল্প আসে; কিন্তু লেখার মত পর্যাপ্ত ধৈর্য-শ্রম-অধ্যবসায় নেই। গল্পগুলোকে তাই ছোট করে কবিতা বানাই...

দোকানের গায়ে ঝলমলে লেখা 'নিপা জুয়েলারী শপ'
ফণীভূষণের তিনপুরুষের জাগতিক ব্যবসা
আবডালে বাড়ে এই দেশে কত পরিচিত সমাচার
পথের ওপাশে মেঘদলে ভাসে চুপচাপ ঈশ্বর।

নিপার বয়স ষোল কি সতের - হেলেনে'র পাপে পাপী
মোড়ের দোকানে কান-কথা ওঠে গুঞ্জনে নিয়মিত
ফণীভূষণের মোটা চশমাতে ধোঁয়া আঁকে বাষ্পে'রা
ক্লাস টু'তে পড়া ছোট ছেলেটারও অদ্ভূত ঠেকে সব

ভাবনা'রা ছোটে দুই সমকোণে - স্বদেশে নিম্নচাপ
প্রতিদিনই বাড়ে উৎকন্ঠা'রা; নিউজ চ্যানেলে রাত:
'মানবসৃষ্ট দুর্যোগ' আর গালভরা কিছু নামে
সংখ্যাতত্ত্বে পরাজিত হয় মানুষেরই পরিচয় !

অমোঘ নিয়তি : হঠাৎ সে রাতে চিৎকার-চেঁচামেচি
ঘুমভাঙা চোখে গরম হলকা বলে দেয় বাকিটুকু
তড়িঘড়ি করে ছেলেকে সামলে বাবা ডাক দেয়, 'নিপা !'
কিশোরী'র চোখে শূণ্য দৃষ্টি, চুলগুলো এলোমেলো

ছেলে ভাবে তার প্লাস্টিকে গড়া হাতুরি'টা হাতিয়ার
প্রতিহিংসা'র পৃথিবীটা তাকে হেসে বলে: 'স্বাগতম!'
শকুনের দোয়া অব্যর্থ হয় 'রাজনীতি' শিরোনামে;
লেলিহান শিখা রাতভর করে পাড়াময় উৎসব !

কই নিপা কই? কারা যেন ওকে নিয়ে গেছে নিয়ে গেছে
ছেলেটার হাতে খেলনা হাতুরি - প্লাস্টিকে ঠকাঠক
ভোর হলে দূরে পরিচিত সুরে 'পাখি সব করে রব'...



ছাইয়ের আড়ালে দগদগে লেখা: 'নিপা জুয়েলারী শপ'








অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.