আমাদের কথা খুঁজে নিন

   

প্লাস্টিকের চাঁদ!

নভোযান ক্যাসিনির তথ্য ঘেঁটে গবেষকেরা দেখেছেন প্লাস্টিক তৈরির উপাদান রয়েছে শনি গ্রহের টাইটান উপগ্রহে।
যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসার গবেষকেরা প্রথমবারের মতো পৃথিবীর বাইরে কোথাও প্লাস্টিক উপাদানের অস্তিত্বের কথা নিশ্চিত করেছেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে উইয়ার্ড অনলাইন।
টাইটানের ধোঁয়াশাচ্ছন্ন পরিবেশে নাসার পাঠানো নভোযান ক্যাসিনি প্রপলিন নামের এক বিশেষ উপাদানের অস্তিত্ব খুঁজে পেয়েছে। এটি বর্তমান প্লাস্টিক শিল্পের জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান।


সাধারণ জৈব যৌগ প্রপলিন উপাদানটি প্রপেন নামেও পরিচিত। পৃথিবীতে তেল পরিশুদ্ধকরণ প্রক্রিয়ায় প্রপেন উপজাত হিসেবে তৈরি হয়। ফিল্ম, কনটেইনার, গাড়ির বাম্পারসহ নানা উপাদান তৈরির কাঁচামাল হিসেবে এ উপজাত ব্যবহার করা হয়।
ইনফ্রারেড স্পেকট্রোমিটার নামের বিশেষ সেন্সর ব্যবহার করে ক্যাসিনি এ প্রপলিন উপাদানটি শনাক্ত করেছে।
গবেষকেরা বলেন, টাইটান গ্রহে অনেক হাইড্রোকার্বন ও কার্বনের যৌগ রয়েছে।

তাই এখানে মিথেনে খোঁজ পাওয়া যাবে বলে ধারণা করা হচ্ছিল। কিন্তু প্লাস্টিক তৈরির উপাদানের খোঁজ পাওয়ার বিষয়টি চমকপ্রদ।
গবেষকেরা ‘অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নাল লেটার্স’ সাময়িকীতে তাঁদের গবেষণা সংক্রান্ত তথ্য প্রকাশ করেছেন।
নাসার গবেষকেরা জানিয়েছেন, তাঁদের এ গবেষণা শনির চাঁদ টাইটানের রসায়ন সম্পর্কে আলোকপাত করে। টাইটানের পরিবেশের সঙ্গে পৃথিবীর পরিবেশের অনেক মিল পাওয়া যায়।

পার্থক্য হচ্ছে- পৃথিবীতে যেখানে বৃষ্টি হলে জল পড়ে সেখানে টাইটানের বৃষ্টিতে প্লাস্টিকের উপাদান ঝরে পড়ে। পৃথিবীতে যেখানে সমুদ্র ভর্তি পানি সেখানে টাইটানের সমুদ্র ইথেনের।

উল্লেখ্য, মঙ্গলগ্রহের পর গবেষকেদের মহাকাশ অভিযাত্রার পছন্দের স্থান এই টাইটান উপগ্রহ। নৌকার মতো কোনো রোবোটযান তৈরি করে টাইটান গ্রহে তা পাঠিয়ে রহস্য জানার জন্য কাজ করতে চান গবেষকেরা।



সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.