আমাদের কথা খুঁজে নিন

   

মুরসির পিছনে আছে দেশের বেশিরভাগ জনসমর্থন । শরীয়া আইন চালু করাই কি তার কাল হলো ?

I am good man. Truth , knowledge and religion is my interest. পশ্চিামারা সব সময় মুখোর পরে থাকে । তারা মুখে বলে একটা কিন্তু অন্তরে থাকে আরেক । মুরসির পিছনে আছে দেশের বেশীর ভাগ জন সমর্থন । তারা ইসলাম প্রিয় এবং শান্তি প্রিয় । আর বিপক্ষে আছে ইসলাম সম্পর্কে অজ্ঞ কিছু মুসলমান - যারা নিজেদেরকে সেকুলার আবার মুসলমান বলে পরিচয় দেয় ।

আর আছে খ্রীষ্টান এবং বিদেশীদের গোলাম ও এজেন্ট গণ । এজন্যই মুরসির সমর্থকদের অজ্ঞাত বন্দুকধারী দ্বারা গুলিবিদ্ধ হয় , ব্রাদারহুড অফিস পুড়িয়ে দেয়া হয় , তাহরির স্কয়ারে ধর্ষণ হয় কিন্তু তারপরও ব্রাদারহুড কোন প্রতিশোধ পরায়ণ হয় না । তারা জানে যারা আন্দোলন করছে তারা হয় অজ্ঞ না হয় বিদেশী প্রভূর দ্বারা পরিচালিত । কারণ মিশরে ইসলাম কায়েম হলে কার সবচেয়ে ক্ষতি হবে - তা দিবালোকের মত পরিস্কার । তাই তাদের ঘুম হারাম ।

ভিডিওটি দেখুন এবং মুরসির বক্তব্য শূনন । তার সমর্থকের সংখ্যাই কিন্তু বেশী । তবে সেটা মিডিয়াতে আসছেনা । যদিও বলা হচ্ছে যে বরাক ওবামা মুরসিকে সমর্থন করছে - আসলে তাদের উদ্দেশ্য হচ্ছে মিশরে গৃহযুদ্ধ বাধানো । তাই তারা উপরে এক কথা বলছে আর গোপনে বিদ্রোহীদের সব রকমের ইন্ধন দিচ্ছে ।

শয়তান তথা মিথ্যার কাজই এরকম । তারা উপরে ভান করে একটা কিন্তু ভিতরে ভিতরে নিজের শয়তানীই করে । সাধারণ মানুষ এতে ধোকা খায় । এই দেশে যেমন - যারা কুরআনের রক্ষক - কুরআনের হাফেজ -কুরআনের প্রচারক তারাই নাকি কুরআন পুড়িয়েছে ? তবে শেষ পর্যন্ত সত্যেরই জয় হয় - মিথ্যা ধ্বংস হয় । মিথ্যার ধ্বংস অনিবার্য ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.