আমাদের কথা খুঁজে নিন

   

সুইডেনে টিপাইমুখ বাঁধ বন্ধের দাবিতে মানববন্ধন

প্রেস বিজ্ঞপ্তি সুইডেনের রাজধানী স্টকহোম থেকে প্রায় ৬০০ কি.মি. উত্তর দিকে অবস্থিত উমিয়া শহর .....European Capital of Culture-2014 হিসাবে নির্বাচিত এই শহরটি বিখ্যাত Umeå University এর জন্য... প্রায় ৩৬,০০০ শিক্ষার্থী এই খানে লেখা পড়া করে যার অর্ধেকের বেশি International sudent...এখানে অধ্যয়ন রত কিছু বাংলাদেশী ছাত্র ভারতের টিপাইমুখ বাধের বিরুদ্ধে আজ ১লা ফেব্রুয়ারী আয়োজন করে এক মানববন্ধনের .......একই সাথে তারা টিপাইমুখ বাধ এবং তার ভবিষ্যত ক্ষতির দিক বিবেচনা করে ভারত যেন তা বন্ধ করে, সেই লক্ষে গণসাক্ষর সংগ্রহ করে ......এই শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচিতে বিভিন্ন দেশের ছাত্ররাও বাংলাদেশের ছাত্রদের সাথে একাত্ততা ঘোষনা করে মানববন্ধন কর্মসূচি ও সাক্ষর অভিযানে সহযোগিতা করে....বাংলাদেশী ছাত্ররা টিপাইমুখ বাধের ক্ষতিকর দিক সবার মাঝে তুলে ধরে...... প্রচন্ড ঠান্ডা উপেক্ষা করে -১৫ সে. তাপমাত্রাতেও ১১.৩০ মিনিট থেকে ১২.৩০ মিনিট পর্যন্ত প্রায় ১ ঘন্টা তারা এই কর্মসূচি পালন করে বিশ্ববিদ্যালয়ের প্রাণকেন্দ্র Universum বিল্ডিং এর সামনে.......প্রায় ৪৫ জন বাংলাদেশী ছাত্র এই মানব বন্ধনে অংশগ্রহণ করে ...... মানববন্ধন কর্মসূচির প্রধান আয়োজক এবং Ecology & Environmental Science Depertment এর ছাত্র নাজমুল আলম বলেন : টিপাইমুখ বাধ নিয়ে আমাদের অবশ্যই চিন্তা করতে হবে এই জন্য যে , ভারত যেন ফারাক্কার মত আর কোনো মরণ বাধ করতে না পারে. সেই জন্যই আমরা সচেতন বাংলাদেশী ছাত্ররা এই -১৫ ডিগ্রী তাপমাত্রাতেও ক্লাসরুম ছেড়ে বাহিরে বেরিয়ে এসে প্রতিবাদ সরুপ মানববন্ধন করছি এবং সরকারের কাছে দাবি জানাচ্ছি ভারত টিপাইমুখ এ যেন কোনো ভাবেই বাধ দিতে না পারে..... মানববন্ধন শেষে সুইডেনে স্থায়ীভাবে বসবাসাকারী জনাব নিয়ামত, জনাব শাহীন আখতার সহ আরো উপস্থিত মানববন্ধন কর্মসূচির অন্যান্য আয়োজক: বিপ্লব, সুদর্শন , নেওয়াজ সরকারের কাছে দাবি জানান যেন সরকার এই বিষয়ে দেশের স্বার্থ বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে। লিংক লিংক লিংক  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.