আমাদের কথা খুঁজে নিন

   

আমি একজন আদর্শ গরু রাখাল হবো।

আমি একা তুমি একা অথচ দুজন পাশাপাশি মাঝখানে যা তা হলো দাবার দান...... চেক দিও না মন্ত্রি যাবে ভালোবেসো না খেলায় হারবে...... ছোটবেলায় আমার খুব শখ ছিলো গরু রাখাল হবার, বড়ো হই হই বেলাতে অনেক বেশী গরু রাখতাম, সারাদিনের এক ভাবনা কই ভালো ঘাস আছে, কেমনে আমি ভালো বাশি বাজানো শিখবো এবং একদিন আমি একজন আদর্শ গরু রাখাল হবো। কিন্তু নিয়তির নিষ্টুর পরিহাস আমাকে গরু রাখাল হতে দেয় নি, কমপিউটার নামক জগন্য এক যন্ত্রের প্রতি আকৃষ্ট করে আমাকে সরিয়ে নিয়ে এলো তারপর লন্ডন আর ফ্রান্স ঘুরিয়ে এই সেই হাবিজাবি দেখিয়ে জিজ্ঞেস করলো কিরে বেটা কি হবি..... এখনো আমি বুক ফুলিয়ে বলি অরে বেটা গরু রাখালই হবো, নিজে না হলে নিজের বাচ্ছাকাচ্ছা দের থেকে একটাকে কমছে কম গরুরাখাল বানাবো, নিয়তীর কাছে এই কামনা বাচ্ছাকাচ্ছা দের মা যেনো মেনে নেয়, না হলে ্‌্‌্‌্‌্‌্‌্‌্‌ আমার ছেলেটাও স্টাটাস দেবে আমি আমার বাবার মুখ রাখতে পারলাম না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.