আমাদের কথা খুঁজে নিন

   

সোলার ফ্লেয়ার।

সূর্যের উপরিভাগে মাঝে মাঝে প্রচন্ড বিস্ফোরন ঘটে তখন মহাকাশের লক্ষ লক্ষ মাইল এলাকা জুড়ে বিশাল আগুনের শিখা ছড়িয়ে পরে।এই শিখার তাপমাত্রা লক্ষ ডিগ্রী ছাড়িয়ে য়ায।এই শিখা মূলত চার্জযূক্ত ইলেকট্রন,প্রোটন,কনিকার স্রোত যা আলোর বেগে ছুটে চলে।এছাড়াও এর মধ্যে থাকে প্রচন্ড শক্তিশালী বিভিন্ন রশ্নি,খালিচোখে একে দেখা যায় না।এই রকমের আরো একধরনের শিখা সূর্য থেকে বেড় হয় একে বলে coronal mass ejections (CME)।সূর্যের এই চার্জ যূক্ত কনিকা গুলো পৃথিবীর বায়ূমন্ডলের আয়নোস্ফিয়ারের সাথে সংঘর্ষ ঘটায়।তখন হঠাৎ করে কিছু সময়ের জন্য পৃথিবী ব্যাপী রেডিও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়,এছাড়াও রাডার যোগাযোগ ব্যাবস্হাও সাময়িক সময়ের জন্য বন্ধ হয়ে যায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.