আমাদের কথা খুঁজে নিন

   

জটিল জটিল

কালের কণ্ঠ অনশনের হুমকি দিয়ে মিষ্টি আচার আদায় করলেন জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযম। জানা গেছে, মিষ্টি আচার ও আয়না চেয়ে না পেয়ে সম্প্রতি অনশনের হুমকি দেন এই শীর্ষস্থানীয় স্বাধীনতাবিরোধী। প্রিজন সেলের নার্স ইনচার্জ মনা অধিকারী গত মঙ্গলবার গোলাম আযমের পালস রেকর্ড করতে গেলে তিনি অনশনের হুমকি দেন। বিষয়টি তাৎক্ষণিকভাবে জানানো হয় হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল মজিদ ভূইয়াকে। হাসপাতাল কর্তৃপক্ষ বিশেষ ব্যবস্থায় গোলাম আযমের জন্য মিষ্টি আচারের ব্যবস্থা করলেও নিরাপত্তার কারণে তাঁকে আয়না সরবরাহ করা হয়নি।

হাসপাতালে রোগীদের খাদ্য তালিকায় কোনো ধরনের আচার অন্তর্ভুক্ত নেই। কিন্তু গোলাম আযমের প্রবল দাবির মুখে মিষ্টি আচারের ব্যবস্থা করা হয়েছে। দুপুরে ও রাতে তাঁর খাবারের সঙ্গে এখন আচার সরবরাহ করতে হচ্ছে। গত মঙ্গলবার প্রিজন সেলের দায়িত্বরত সিনিয়র স্টাফ নার্স মনা অধিকারী বলেন, 'স্যার, গোলাম আযম মিষ্টি আচারের জন্য প্রায় প্রতিদিনই দাবি করছেন; কিন্তু খাদ্য তালিকায় না থাকায় আচার দিতে পারিনি। আজ তিনি উত্তেজিত হয়ে বললেন, মিষ্টি আচার ও আয়না তাঁকে দেওয়া না হলে হাঙ্গার স্ট্রাইক করবেন।

' 'আয়নার ভাঙা কাচ দিয়ে যেকোনো সময় দুর্ঘটনা ঘটিয়ে ফেলতে পারেন,এমন আশঙ্কায় গোলাম আযমকে আয়না সরবরাহ করা হচ্ছে না। মনা অধিকারী বলেন, গোলাম আযমকে কোনো খাবার দিলে ফেরত আসে খুব কম!! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।