আমাদের কথা খুঁজে নিন

   

জটিল শখ

YOU CAN DO ANYTHING, BUT NOT EVERYTHING স্কুল পরিদর্শক এসেছেন স্কুল পরিদর্শন করতে। তিনি ৫ম শ্রেণীর এক ক্লাস পরিদর্শন করছেন। পরিদর্শক ক্লাসের ১ম ছাত্রকে জিজ্ঞাসা করসেন। পরিদর্শকঃ তোমার নাম কি বাবা ? মন্টুঃ আমার নাম মন্টু। পরিদর্শকঃ বাহ বেশ ভাল নাম তো।

তোমার শখ কি ? মন্টুঃ আমার শখ শাপলা দেখা। পরিদর্শকঃ সে তো ভাল কথা শাপলা তো আমাদের জাতীয় ফুল। পরিদরশকঃ তোমার নাম কি? রবিঃ সার আমার নাম রবি? পরিদর্শকঃ তাহলে বাবা তোমার শখ কি? রবিঃ সার আমার শখ শাপলা দেখা। পরিদর্শকঃ আচ্ছা তোমার নাম কি? ডালিমঃ আমার নাম ডালিম। পরিদর্শকঃ তো তোমার শখ কি ? ডালিমঃ সার আমারও শখ শাপলা দেখা।

পরিদর্শকঃ আরে জারই জিজ্ঞাসা করছি তার শখই পুকুরে শাপলা দেখা। ব্যাপারটা কি? পরিদর্শকঃ এই মেয়ে তোমার নাম কি? মেয়েটিঃ স্যার আমার নামই শাপলা। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।