আমাদের কথা খুঁজে নিন

   

জটিল সেই রাত

আনাড়ী রন্ধন শিল্পীর ব্লগ B-)। ব্লগের বাজে-মানহীন লেখাগুলোর মাস্টার পিস দেখতে চাইলে এই ব্লগারের পোষ্ট গুলো পড়ে দেখতে পারেন। কথা দিচ্ছি, নিরাশ হবেন না। B-)

গত বছর ভেজার মত বৃষ্টি বেশ কয়েক বার হয়েছিল কিন্তু একা একা ভিজতে ভাল লাগেনাই তাই ভেজা হয়নাই। এবার ও একই কাহিনী হয়েছে।

তবে গত ২৫ তারিখ সন্ধ্যা থেকেই বৃষ্টির ভাব ছিল। রাত পৌনে বার টায় পুরোদমে বৃষ্টি শুরু হলে ঠিক করলাম ভিজব। আম্মা প্রথমে নিষেধ করলেও ভাইয়ার সাপোর্টে তা আর টিকে নি। বাড়ীওয়ালার বাসা থেকে চাবি নিয়ে গেলাম ছাদে। প্রথমে অবশ্য একটু ভয় ভয় করছিল।

দরজার সামনে গিয়েও ভেবেছি ফিরে যাব কি না। যাই হোক কোন বাধাই আর বাধা হয়ে দাড়াতে পারেনি। সাহস নিয়ে গেলাম। কিছুক্ষন ভেজার পর বেন্ঞে বসলাম। সামনে টবে বড়ই ও কামিনী গাছ দেখতে বেশ ভাল লাগছিল।

পাশে তাকিয়ে দেখি ব্লিডিং হার্ট, পাশের বাড়ী থেকে আলো এসে পরেছে। দেখতে জোওওওওস লাগছিল। এভাবে পনের মিনিট ভেজার পর চলে এলাম। এখন থেকে ভাবছি রাতেই ভিজবো। মজা বেশী ট্রাই করে দেখতে পারেন তবে ঠান্ডা/জ্বর আসলে নিজ দ্বায়িত্বে প্যারাসিটামল খেয়ে নিবেন


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।