আমাদের কথা খুঁজে নিন

   

মুগ্ধ সময়..................

আমার অনুভব লেখনীতে নয়, রঙ এর ক্যানভাস এ আঁকা তারপর ও লিখতে চাই আজ এই দিন টাকে মনের খাতায় লিখে রাখার মতো... একটা দিন.......মামার বাসায় বেড়াতে গেলাম।এত সুন্দর একটা জায়গা.....বিশাল বাংলোটা রাস্তার ধারে এবং রাস্তার ওপাশেই নদী, আমার প্রিয় কর্ণফুলী।বারান্দায় দাঁড়ালেই সারি সারি জাহাজ আর রাতে পুরো একটা ছবি, যেন সেই টাইটানিক দাঁড়িয়ে আছে আমার সামনে......ক্ষুদ্র ক্ষুদ্র জানালা গলে ঠিকরে পড়া আলোর প্রতিসরন ছড়িয়ে পড়েছে সমস্ত আকাশ জুড়ে...আর জলে পড়া মোহময় প্রতিচ্ছবির হলুদ নদী....এখানে বাতাসেও আলোর গন্ধ পাওয়া যায়....তখন স্বপ্নের মতো আরাধ্য মনে হবে..সময়,অস্তিত্ব......ইচ্ছে হয় অনন্তকাল এই মুগ্ধতা ধরে রাখি........আর যখন জাহাজের হর্ণ বেজে উঠে মনে হবে কোন অপার্থিব ধ্বনি, যা নিয়ে যাবে সুদূর শৈশব বা কৈশোরে.......আমার খুব প্রিয় সময়ের কথা লিখলাম আজকের কথা আর হলোই না। তা হবে অন্য কোনদিন অন্য কোন সময়......................

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।