আমাদের কথা খুঁজে নিন

   

মুগ্ধ মুশফিক

সকাল থেকে কুয়াশার চাদরে ঢাকা সিলেট নগরী। জমাট শীত আর কুয়াশায় ফাঁকা নগরীর ব্যস্ততম সব সড়ক। ব্যতিক্রম শুধু সিলেট বিমানবন্দর সড়ক। বিরোধী দলের অবরোধেও দীর্ঘ যানজট। সবার গন্তব্য এক, সিলেট বিভাগীয় স্টেডিয়াম।

আম্বার-বিজয় দিবস ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী দিনের খেলার টিকিট না পাওয়ায় গতকাল দর্শকরা অনেকটা আগেভাগেই রওয়ানা হয়েছিলেন স্টেডিয়াম অভিমুখে। দ্বিতীয় দিনের মতো দর্শকপূর্ণ গ্যালারি দেখে অভিভূত বাংলাদেশ ক্রিকেটের কাণ্ডারি মুশফিকুর রহিম ও তার সতীর্থরা। তাই মোহামেডানের সঙ্গে ম্যাচ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মুশফিকের মুখে প্রশংসার ফুলঝুরি ছুটেছে প্রাকৃতিক সৌন্দর্যঘেরা সিলেট ভেন্যু আর উপচেপড়া দর্শক নিয়ে। সিলেটের মতো আর কোথাও দর্শকদের এমন উৎসাহ পাননি বলে মন্তব্য করেন তিনি।

চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানকে হারানোর নায়ক আবাহনীর অধিনায়ক মুশফিক ম্যাচ শেষে কথা বলেন সিলেট ভেন্যু, দর্শক ও ম্যাচ নিয়ে।

বাংলাদেশ ক্রিকেটে যুক্ত হওয়া নতুন ভেন্যু সিলেট বিভাগীয় স্টেডিয়াম সম্পর্কে মন্তব্য করতে গিয়ে মুশফিকুর রহিম প্রথমেই টেনে আনেন দর্শক প্রসঙ্গ, 'দেশের বিভিন্ন মাঠে আমরা খেলেছি। কিন্তু সিলেটের মতো দর্শকদের উচ্ছ্বাস আর কোথাও দেখিনি। গ্যালারি ভর্তি দর্শক ও তাদের উচ্ছ্বাস আমাদেরকে অভিভূত ও অনুপ্রাণিত করেছে। দর্শকদের কারণে ঘরোয়া এই ম্যাচে আন্তর্জাতিক আমেজ পেয়েছেন সব খেলোয়াড়ই। ' টিকিটের অভাবে অনেক দর্শক মিস করেছেন ক্রিকেট।

সিলেট স্টেডিয়ামের অভিষেকের ইতিহাসের সঙ্গী হতে না পারায় কষ্ট পেয়েছেন স্থানীয় দর্শকরা। এটা বিবেচনা করে স্টেডিয়ামের আসন সংখ্যা বাড়ানোর অনুরোধ করেছেন মুশফিক, 'উদ্বোধনী দিনের টিকিট না পেয়ে অনেক দর্শক খেলা দেখতে পারেননি। বিসিবির কাছে অনুরোধ তারা যেন এই মাঠে আরও বেশি আসনের ব্যবস্থা করে। যাতে সিলেটের ক্রিকেটপ্রেমী কোনো দর্শকই খেলা দেখা থেকে বঞ্চিত না হন। '

উদ্বোধনী ম্যাচে রান পাননি মুশফিক।

গতকাল করেছেন হাফসেঞ্চুরি। প্রথমদিন মাঠ নিয়ে অসন্তুষ্টি ছিল। গতকাল নতুন ভেন্যুর পিচ ও আউটফিল্ড সম্পর্কে বলেন, 'টি-২০'র জন্য এটা আদর্শ উইকেট নয়। তারপরও এই উইকেটে খেলা অভিজ্ঞতাকে সমৃদ্ধ করবে। পরিবেশ পরিস্থিতিকে মানিয়ে খেলতে পারলে যে কোনো ব্যাটসম্যান ভালো করতে পারবে।

' খেলায় ভালো-খারাপ পারফরমেন্স থাকবেই, তারপরও বিশ্বকাপে সিলেটের দর্শকরা এভাবেই বাংলাদেশ দলকে সাপোর্ট দিয়ে যাবেন এমন প্রত্যাশা করেন মুশফিক। টুর্নামেন্টের দ্বিতীয় খেলায় মোহামেডানের সঙ্গে জয় প্রসঙ্গে মুশফিক বলেন- 'প্রথম ম্যাচে হারার পর গতকালের ম্যাচটি ছিল খুবই গুরুত্বপূর্ণ। জেতা ছাড়া আমাদের কোনো বিকল্প ছিল না। এমন চাপে থেকে ভালো খেলাটা কিছুটা কষ্টসাধ্যও। আমি ও আরও কয়েকজন ভালো রান করতে পারায় বড় স্কোর করে জেতা সম্ভব হয়েছে।

'

 

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।