আমাদের কথা খুঁজে নিন

   

মুগ্ধ হাতপাখা

ভেঙ্গে পড়ে সাবেকী বিশ্বাস,

মুগ্ধ হাতপাখা -আবু মকসুদ গেরুয়া শহরের জমকালো রাত্রিগুলো ঘোড়ার খুরের আওয়াজে বিছানায় এলিয়ে পড়ে জীবনের অপূর্ণ ভাণ্ডার সমুদ্র স্নানে গিয়ে বালির জানুতে লুকিয়ে ছিলাম মাটির প্রদীপ, হাত পা গুটানো সময়ে ফের ফিরে এসেছিল চুম্বন স্মৃতি বিচ্ছিন্ন সম্পর্ক আগুনের হল্কা ছুটায় যৌথ বাগানের ফুলে ওড়ে কীট, আর স্মৃতির প্রতিমা হয়ে কাঁদে একদার মুগ্ধ হাতপাখা। ধুসর বৈধব্য সাজ, বিপরীত মুখী হাওয়ায় নিভে যায় শেষ মোমবাতি নদীর ওপাড়ে পোড়ে এক জীবনের দুটি চিতা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।