আমাদের কথা খুঁজে নিন

   

তাজমহল ও শাহজাহান

চোখ মেলে দেখতে চাই তাজমহলের সামনে দাড়িয়ে বিল ক্লিনটনের হাসোজ্জল মুখ তারপর বারাক ওবামা থেকে রানী এলিজাবেথ ও ভ্লাদিমির পুতিন নাম না জানা এমন আরো কত বাদশার সামনে এভাবে বারবার জ্বলে উঠেছে ক্যামেরার ফ্লাশ । এত মেধা দিয়ে সমরকন্দের শরীফ আর তার্কির ঈসা যে নকশা গড়ে তুলেছিলেন; সৌধকে ঘিরে তাদের আজ কোন স্মৃতি নেই। দিল্লির রাজমিস্ত্রি আবদুল্লাহ, আকবরাবাদের হানিফ আর আর মুলতাদের বলদেব দাস হারিয়ে গেছেন সভ্যতার আলঝেইমারের তলায়। তাজমহল আজ এক পণ্যের নাম মর্মর প্রসাদের ছবি যেন চমৎকার এক বিলবোর্ড আগ্রার বড় রাজপথের বহুদুর থেকে তা দেখা যায় তা দেখিয়ে দিন গুজরান করে কৃতার্থ গাইড। আর সেই হতভাগ্য বাদশাহ যে একা একা অশ্রুসজল চোখে হাত বোলাতেন স্বেত পাথরের গায়ে; তাজমহলের সামনে সেই শাহজাহানের কোন ছবি নেই!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।