আমাদের কথা খুঁজে নিন

   

আমার তাজমহল

আমার তাজমহল তুমি আমার মমতাজ আমি গড়েছি তোমার জন্য প্রেমের তাজমহল। এ মহল শুধু বিশ্বাসের, এ মহল তৃপ্তির, এ মহলে যা আছে হীরা, মনি ,মুক্তা তার চেয়ে দামী বেশী তোমার ভালবাসা। আমি বর তুমি হবু কনে এ ছিল আমার শেষ আশা কল্পনায় তাই মাঝে মাঝে মহলে তোমার অবস্থান লাল শাড়ি পড়া। তুমি পবিত্র, অপরুপা এক রমনী তোমায় না চাওয়া সাধ্য কোন পুরুষের? এ ছিল তোমার রুপের বর্ননা। আমার মহলের তাজ ছিলে তুমি আমার মহলটা ছিল মনের হীরায় তৈরি। যখন পড়তে বসতে তখন আমি তোমায় দেখে মুগ্ধ হতাম। আমি যখন শুয়ে থাকতাম, তুমি আমার খুব কাছে থাকতে, তখন তোমাকে একটু ছোয়ার জন্য মন আনচান করতো কিন্তু তা আর হয়ে উঠত না। মনে করতাম তুমি কেবল আমার এক সময় বুঝলাম তুমি আমার না তুমি অন্যদেরও। মাঝে মাঝে তুমি অপবিত্র এবং রুপহীন হয়ে যাও, তোমাকে গলা টিপে হত্যা করতে ইচছা করে তখন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।