আমাদের কথা খুঁজে নিন

   

তাজমহল করচা

অরুণালোক তাজ মহল-, অনেক প্রণয় জমে ছিলো ক’টুকু তার প্রকাশ পেলো! শাজাহানের অন্তরে তাজ বাইরে নয়ন জল। পূর্ণ প্রকাশ হয় না প্রেমের যতোই ভালোবাসো পাষাণে কে গোপন থেকে অষ্টপ্রহর হাসো! প্রণয় লুকোচুরির মাঝে মন বসে না কোন কাজে- অযথা তাই রূপ তোমার এ প্রাণহীনা মহল।। ‘প্রেম ছিলো না তাই বিরহ-’, বলবে নিন্দুকে, (নাকি) বিরহ প্রেম জমা ছিলো মনের সিন্দুকে! প্রেম বিরহের দ্বৈত দোলায় বিমূর্ত ও’ পাষাণী গায় স্মরণ কালের সাক্ষী শুধু- আর সবই বিফল।। নেশাখোর কাব্যগ্রন্থের অন্তর্গত সোমবার, ১৭ মার্চ ২০০৮, এলিফ্যান্ট রোড, ঢাকা

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।