আমাদের কথা খুঁজে নিন

   

অনুভূতির অণুজীব ...

সামুর কাছে চির কৃতজ্ঞ ...আমি অবাক নির্বাক হতবাক শতভাগ ... বিষণ্ণতার পাপড়ি মেলে খুঁজি সাত রঙ্গা রংধনু মুদ্রিত নয়নে ধুয়ে ফেলি কলুষিত অনুভূতির মায়া। আদ্ভুত আলো আঁধারে, জীবনের অলিতে গলিতে, নেশাচর চষে বেড়ায় গলিত অনুভুতির অণুজীব। বুকের কার্নিশে আজ, বসেনা সুখ পাখি বাজেনা হৃদয় মাঝে স্পন্দিত মুখর সুর লহরি। যা ছুয়েছিনু হৃদয় গহীনে অস্পর্শের ফ্যাঁকাসে কাগজে, মলিনতায় চির বন্দি আজ । মুক্তি! সেতো দূরে বহুদূরে ।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।