আমাদের কথা খুঁজে নিন

   

অনুভূতির কবিতার কথা



ওরা আমার কবিতাকে কেড়ে নিচ্ছে প্রতিনিয়ত, অনুভূতির ছন্দগুলো শুধুই হারায় অবিরত। মানবিক মনকে দুমড়ে, জ্বালিয়ে দেয় ভয়ানক হিংস্রতায়, পোড়া মেঘ শুধু ছুটে চলে, শুধুই শূন্যতায়। নির্বাক রাত আর কম্পিত দিনের বুকে ছুটে চলায়, যেন কোন সাপের চোখে দেখা অনাবৃষ্টির বালুকা বেলায়, ভোরের আলোয় বাষ্পীভূত শেষ শিশির বিন্দুটুকুও, সবুজের গান শোনাতে আর ফেরেনি কখনও! বিচ্ছিন্ন মন আর আঙুল তবু জেগে রয় উত্তুঙ্গ বিরোধিতায়, অনুভূতির মৃত্যু! সে তো শুধুই মৃত্যুর পরোয়ানায়!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।