আমাদের কথা খুঁজে নিন

   

বিরাট গৌরব ,বিরাট গৌরব , বিরাট গৌরব : আমিরাতে মাসে ৫০০ টন টিস্যু রপ্তানি করবে বসুন্ধরা !!!!!!!!!!

ভালো খবর প্রচারে ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস আমাদের জাতীয় ইতিহাসে আজ এক বিরাট গৌরবের ঘটনা ঘটিয়াছে। সামুকে জামাতী ব্লগ হিসেবে ট্যাগিং করা কাউয়ার কন্ঠ পত্রিকার মালিক বসুন্ধরা গ্রুপ জাতীর জন্য এই বিশাল গৌরব অর্জন করিয়াছেন। এই বিরাট গৌরবের খবর কেবল তারা এক কলামে ছোট করিয়া ছাপাইয়াছে। এই কারনে এই বিশাল আনন্দ এবং গৌরবের অর্জন সম্পর্কে দেশবাসী সম্যক অবগত হইতে পারে নাই। আমরা চাই কাউয়ার কন্ঠ পত্রিকা কতৃপক্ষ এই বিরাট গৌরবের ঘটনা বিরাট আকারে বিশাল হেড লাইন সহ পত্রিকার প্রধান খবর হিসাবে ছাপাইবে ।

অতঃপর আমরা উৎফুল্ল দেশবাসী এই বিরাট গৌরবানন্দে বিজয় মিছিল বের করিবো!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! আসুন জাতির ভেতরে এই বিরাট গৌরবের খবর ছড়াইয়া দেই। দেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ বসুন্ধরা প্রতি মাসে কমপক্ষে ৫০০ টন টিস্যু রপ্তানি করবে সংযুক্ত আরব আমিরাতে। এ লক্ষ্যে সম্প্রতি দুবাইতে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে বসুন্ধরা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান বসুন্ধরা পেপার মিলস লিমিটেড ও আরব আমিরাতের ডায়নামিকস্ গালফ এলএলসি (এমিরেটস পেপার)। কাগজ ও কাগজজাতীয় পণ্য প্রস্তুতকারী দেশের শীর্ষ প্রতিষ্ঠান বসুন্ধরা পেপার মিলস লিমিটেডের উৎপাদিত পণ্য বসুন্ধরা টিস্যু ইতিমধ্যে দেশের গণ্ডি পেরিয়ে বিশ্ববাজারে শক্ত অবস্থান গড়ে তুলতে সক্ষম হয়েছে। প্রতিষ্ঠানটি পণ্যের সর্বোচ্চ গুণগতমান নিশ্চিতকরণের মাধ্যমে বিশ্ববাজারে সুনাম অর্জন করেছে।

এরই ধারাবাহিকতায় ভারত, শ্রীলঙ্কা, আরব আমিরাত, মরিশাস, তিউনিসিয়াসহ এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশে বসুন্ধরা টিস্যুসহ কাগজজাত বিভিন্ন পণ্যের বিশাল বাজার তৈরি হয়েছে। এমিরেটস পেপার মিলস এলএলসির সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষর সম্পর্কে বসুন্ধরা গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, 'ডায়নামিকস্ গালফ প্রাথমিক পর্যায়ে আমাদের কাছ থেকে প্রতি মাসে কমপক্ষে ৫০০ টন টিস্যু কিনবে, যা আমাদের দেশের অর্থনীতির জন্য অনেক বড় অর্জন। ' তিনি বলেন, 'এমিরেটস পেপার বসুন্ধরা পেপার মিলস পরিদর্শনের পর মানের ব্যাপারে সম্পূর্ণ নিশ্চিত হয়েই আমাদের সঙ্গে কাজ করতে আগ্রহী হয়েছে। পরবর্তী সময়ে এই আমদানির পরিমাণ আরো বাড়বে। এর ফলে উপসাগরীয় অঞ্চলের দেশগুলোতে আমাদের পণ্যের বাজার আরো সম্প্রসারিত হবে।

' তিনি আরো বলেন, দেশে বৈদেশিক মুদ্রার সংকট চলার এই সময়ে বসুন্ধরা গ্রুপ বিদেশের মাটিতে নিজেদের পণ্যের সমাহার ঘটিয়ে দেশের অর্থনীতিতে অবদান রাখবে। মোস্তাফিজুর রহমান জানান, বসুন্ধরা পেপার মিলস লিমিটেড এর আগে ভারতের বিখ্যাত কাগজ প্রস্তুতকারী প্রতিষ্ঠান বাল্লারপুর ইন্ডাস্ট্রিজ লিমিটেডের অঙ্গপ্রতিষ্ঠান প্রিমিয়ার টিস্যু লিমিটেড এবং পাদমজি পেপার মিলস লিমিটেডের সঙ্গে টিস্যু রপ্তানির চুক্তি সম্পন্ন করে। এর ফলে ভারতে বসুন্ধরা টিস্যু ও কাগজজাত পণ্যের বিশাল বাজার তৈরি হয়েছে। ভারতে বাংলাদেশি পণ্যের প্রচুর সম্ভাবনা রয়েছে বলে তিনি উল্লেখ করেন। বর্তমানে দুই দেশের সরকারের ইতিবাচক পদক্ষেপের প্রশংসা করে তিনি বলেন, এতে পরস্পর বাণিজ্য ঘাটতি কমে আসবে এবং দেশে কর্মসংস্থানেও তা সহায়ক হবে।

বসুন্ধরা পেপার মিলস লিমিটেড সাম্প্রতিক সময়ে শ্রীলঙ্কায় কালার পেপার, কার্বনলেস পেপার, লাইনার পেপার, ক্রাফ্ট পেপার ও টিস্যু রপ্তানি করছে। এমনকি প্রতিষ্ঠানটি শ্রীলঙ্কার সরকারি কাজের টেন্ডারে অংশ নিয়ে পণ্যের গুণগতমানের কারণে সফলতা অর্জন করেছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, বর্তমান বিশ্বে আফ্রিকাকে মনে করা হয় সবচেয়ে সম্ভাবনাময় বাজার হিসেবে। তাই বসুন্ধরা পেপার মিলস লিমিটেড আফ্রিকার বাজারেও প্রবেশ করতে যাচ্ছে। এটা বাংলাদেশি পণ্যকে বিশ্ববাজারে নতুন উচ্চতায় নিয়ে যাবে।

তাঁরা আশাবাদ ব্যক্ত করেন, বসুন্ধরা গ্রুপ বিশ্ববাজারে টিস্যু ও পেপার পণ্য রপ্তানির মাধ্যমে দেশের অর্থনীতিতে নিজেদের অবস্থান আরো শক্ত ও সুদৃঢ় করবে। Click This Link ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।