আমাদের কথা খুঁজে নিন

   

বিরাট কোহলি

আমি অতি সাধারন কিন্তু আসাধারন কাজ করতে ভালবাসি

বিশ্বকাপের আগে অনেকটা নাটকীয়ভাবেই ভারতের চূড়ান্ত দলে জায়গা পেয়ে গেছেন বিরাট কোহলি। আর নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচে ৫৯ রানের ইনিংসটি খেলে এখন বেশ ভালো সম্ভাবনা জাগিয়েছেন মূল একাদশে জায়গা পাওয়ার। কাল শনিবার বাংলাদেশের বিপক্ষেই কোহলি মাঠে নামতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। উদ্বোধনী ম্যাচে ব্যাটিং অর্ডারের পরিকল্পনা সম্পর্কে ধোনি বলেছেন, ‘কোহলি চার নম্বরে ব্যাট করতে পারে। গম্ভীর নামতে পারে তিন নম্বরে।

’ শেষ পর্যন্ত যদি ভারত এভাবেই মাঠে নামে তাহলে মূল একাদশে জায়গা হবে না সুরেশ রায়নার। শুরুতেই ব্যাট হাতে মাঠে নামবেন বীরেন্দর শেবাগ ও শচীন টেন্ডুলকার। তারপর একে একে আসবেন গৌতম গম্ভীর, বিরাট কোহলি, যুবরাজ সিং, ধোনি ও ইউসুফ পাঠান। সাম্প্রতিক সময়ে ব্যাটসম্যান হিসেবে যুবরাজ সিং খুব একটা ফর্মে না থাকলেও উপমহাদেশের স্পিনার-বান্ধব উইকেটে তিনি বল হাতে কার্যকরী ভূমিকা পালন করতে পারবেন বলে আশাবাদী ধোনি। আর দলে তাঁর জায়গা হয়েছে মূলত অলরাউন্ডার হিসেবেই।

ধোনি বলেছেন, ‘আমরা চারজন বোলার নিয়ে মাঠে নামার পরিকল্পনা করছি। সে ক্ষেত্রে একজন পার্টটাইম স্পিনার আমাদের জন্য খুব জরুরি। আর যুবরাজের বিশেষত্ব হচ্ছে, সে একজন বাঁ-হাতি অফস্পিনার। এটা আমাদের বোলিং আক্রমণকে অনেক শক্তিশালী করবে। ’ তবে কিছুটা রান-খরায় ভুগলেও ব্যাটসম্যান যুবরাজকে নিয়ে আশা একেবারে ছেড়ে দিচ্ছেন না ভারতীয় অধিনায়ক।

৩০-৪০ রান করে ফেলতে পারলেই যুবরাজ বোলারদের জন্য যথেষ্ট বিপজ্জনক হয়ে উঠতে পারবেন বলে বিশ্বাস ধোনির। টাইমস অব ইন্ডিয়া।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।