আমাদের কথা খুঁজে নিন

   

একজন প্রভা ও আমাদের দৃষ্টভঙ্গি

যদিও ব্যাপারটা অনেক পুরাতন আর যাদের নিয়ে লিখতে বসেছি তারা হয়তবা কোনদিনই এই লেখা পড়বে না । না পড়ুক অন্তত তারাই পড়ুক যারা নারীদের সর্ম্পকে সংকীর্ন মনোভাব পোষন করে। প্রভা বাংলাদেশের একজন উঠতি তারকা ও মডেল আমাদের মতই কারো বোন আমাদের মতই কোন মায়ের সন্তান । খুব অল্প দিনেই মিডিয়ায় তার স্বছন্দ পদচরনা দেখি আমরা। আর দশটা সাধারন বাঙ্গালী মেয়ের মত সে ও ভালবেসেছিল এক পশু পুরুষকে যে ভালবাসার নাম করে তার জীবনের বড় একটা হ্মতি করে দিয়েছে।

প্রভার সরলতার সুযোগ নিয়ে যে তার এত বড় হ্মতি করল এই সমাজ তাকে কোন দোষ দেয় না। অনেকে তাদের শারীরিক মিলনের ভিডিও চিত্র নিয়ে অনেক কথা বলে। দুই জন প্রাপ্ত বয়স্ক মানুষ তাদের ইচ্ছা অনুযায়ী অনেক কিছুই করতে পারে। আজ প্রভার পর্ন চিত্র বের হয়েছে বলে এই সমাজ এই মানুষ তাকে প্রসটিটিউট বলে খারাপ মেয়ে বলে বাজারের মেয়ে বলে। কেউ একটি বার তাকে খারাপ কিছু বলে যে মেয়েটির সাথে তাদের গোপন সময়ের ভিডিও জনসম্মুখে প্রকাশ করে দিল।

কেউ একবার ভাবল না যে ছেলেটা কতটা বিশ্বাসঘাতকতা করল। আমার কথা হচ্ছে এখনকার দিনে ফেসবুক সহ অন্যান্য কিছু সাইটে প্রভাকে নিয়ে বাজে কথা বলা হয়। এটা কেন করা হবে ?কেউ একজন ভুল করে ফেলেছে তাই বলে তাকে এভাবে হেয় করতে হবে ?শরীরের যা হয় হোক তার যদি মন ভালো থাকে তো সব ঠিক। সে ফিরে আসবে শুনছি আমাদের উচিত হবে তার অতীত কথা ভুলে তাকে আমাদের মিডিয়ায় স্বাগত জানানো। আমি সেইদিন প্রথম আলোতে পড়লাম তারা প্রভা বিয়ে করছে শশুরবাড়ী যাচ্ছে ইত্যাদি খবর ছাপছে।

আমি বুঝি না এদেশে মানুষের দৃষ্টিভঙ্গি এমন কেন?অনেকে প্রভা শব্দটিকে একটি গালি বানিয়ে নিয়েছে এটা কেন?প্রভা আমাদের ই কারো বোন তার প্রতি দৃষ্টিভঙ্গি বদলানো উচিত আমাদের। পুরুষতান্ত্রীক সমাজে তা কোনদিনও সম্ভব কিনা জানি না। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.