আমাদের কথা খুঁজে নিন

   

পালিয়ে যা তোরা, এ দেশ তোদের মত কাপুরুষের জন্যে নয়

কামরুল কেমিস্ট এই দেশ আমার। এই মাটি আমার। আমার দেশে আমি ত উচু গলায় কথা বলবই। এটি আমার অধিকার। আমার মত আমি প্রকাশ করবই।

আমি কারো গোলাম নই। পরাধীন হয়ে আমি বাচতে চাই না। আমার দেশকে পঙ্কিল মুক্ত রাখার দায়িত্ব আমার। আমি শান্তিতে থাকতে চাই। আমি স্বাধীনতা চাই।

আমি বাচতে চাই। আমার কথাগুলো আমি বলতে চাই। কিন্তু ওরা !!! ওরা কি চায়??? কি চায় ওরা??? আজ ও তারা আমার গলা চেপে ধরে। আজ ও গোলাম বানাতে চায়। তাদের মতামত আমার উপর চাপিয়ে দিতে চায়।

আজ ও তারা আমার গলা কেটে আমার ভাষা কেরে নেয়। আজ ও তারা আমাকে বাধ্য করে!!! আজ ও আমাকে বন্দী করে। আর তোরা কাপুরুষ, তোরা চেয়ে চেয়ে দেখিছ, তোদের রক্ত গরম হয় না, তোদের রক্ত গরম হতে জানে না, তোরা কাপুরুষ। ধিক্কার তোদের। পালিয়ে যা তোরা, এ দেশ তোদের মত কাপুরুষের জন্যে নয়।

 ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৪ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.