আমাদের কথা খুঁজে নিন

   

মৃত্যু বিষয়ক চিন্তা ,বাস্তবতা,বাস্তব আমি কিংবা শুধুই কল্পনা !

আমি কে যে বারবার অন্ধকারে হারিয়ে আবার আলোতে ফিরে আসি আমার মৃত্যতে জাতীয় শোক দিবস ঘোষনা করা হবে না ,স্কুল কলেজ হাফ বেলার জন্য হয়তো বন্ধ রাখা হবে না । হয়তো কেউ বুকে কালো ব্যাজ লাগাবে না । তা না লাগাক ছয়শো কোটি মানুষের ভীরে আমি একজন মানব সদস্য মাত্র তা নাই লাগাতে পারে কিন্তু আমি যদি বাংলাদেশের গড় আয়ুর একজন মানুষের সমান বাচি হয়তো আমার ছেলে ,মেয়ে থাকবে, স্ত্রী থাকবে তারা কি আমার মৃত্যুতে কান্নাকাটি করে কবরে রেখে আসার পর আমাকে ভুলে যাবে ? যাদের জন্য এই জীবন ব্যয় করে দিব তারা কি এতো সহজে ভুলে যেতে পারবে হয়তো কিংবা কে জানে শেষ জীবনে আমাকে তারা বৃদ্ধাশ্রমে ফেলে রেখে যাবে । হয়তো তারা আমার মৃত্যুর খবরও জানবে না কিংবা কে জানে আমার মৃত্যুতে একটা বোঝা দুর হয়ে গেছে বলে ভিতরে ভিতরে উল্লাসিত হবে । তারপর হয়তো তারা সুখী জীবন পার করবে ।

প্রথম মৃত্যু বার্ষিকী ধুমধামে পালন করবে। তারপর একটি দিনের জন্যও হয়তো পরের বছর থেকে মনে করবে না । আজকের সমাজের মানুষিকতা বিকৃত হয়ে গেছে মৃত্যু আর কাদায় না ,সব যেন নষ্ট হয়ে যাচ্ছে দুঃখ ,বেদনা সব সব । সেখানে মানুষ গুলো দিন দিন ভিতর থেকে নষ্ট হয়ে যাচ্ছে !অদ্ভুত সময়ের প্রতিনিধি আমরা । আচ্ছা আমি যে এতো মৃত্যু বিষয়ক কথা বললাম আমিও কি তাদের মতো হয়ে যাব ,সম্পত্তি নিয়ে ঝগড়া করব !ভাই বোনে টাকার জন্য মারামারি করব ? হে আল্লাহ তোমার কাছে অনেক কিছু চেয়েছি আর পেয়েছিও আরেকটা জিনিস চাই এই নষ্ট হাওয়া যেন আমাকে গ্রাস না করে ,আমি যেন নষ্ট সময়ের প্রতিনিধি না হই ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.