আমাদের কথা খুঁজে নিন

   

আমি দেখেছি অনেক শিশু মৃত্যু পথযাত্রী...পান্ডুর মুখ। মৃত্যু-শংকা ভর করেছে নিষ্পাপ মুখে

এগিয়ে যাও ...
প্রায় ১সপ্তাহ একটা দূঃসময়ের মাঝ দিয়ে কেটে গেল। আমার চাচাত ভাই খুব অসুস্থ..আর উনার অসুখটা বড়ই দূর্লভ!! "হিমোফিলিয়া" রোগের নাম হয়তো অনেকেই শুনেনি। এটা একটা রক্তের সমস্যাজনিত রূগ। আমাদের যদি কখনো কোন কারণে রক্তক্ষরণ হয়, তখন রক্তের বিশেষ উপাদান ফেক্টর৮ এর কল্যানে নির্দিষ্ট সময় পরে আপনা আপনি রক্ত জমাট বাঁধতে থাকে এবং রক্তক্ষরণ বন্ধ হয়ে যায়। হিমোফিলিয়া হলে ফেক্টর৮ এর মাত্রা থাকে অনেক কম।

যে জন্য রক্তের জমাট বাঁধার ক্ষমতা থাকেনা। যাই হোক। আমার ভাইয়ের প্রচুর ইন্টারনাল ব্লিডিং হয়েছিল, সেজন্য প্রচুর রক্তের প্রয়োজন। ও+ গ্রুপের রক্ত অনেক কাঠ-খড় পুড়িয়ে যোগাড় হলো। আমার আরেক ভাই ডাক্তার।

উনার কল্যাণে অনেক সহজে সবকিছু হয়ে যাচ্ছিল। কিন্তু রক্তের ব্যাবস্থা করতে গিয়ে আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছিলাম, তা ভাবতেই পারছিনা। আরো বহু লোক রক্তের আশায় "রেড ক্রিসেন্ট" ব্লাড সেন্টারে ভিড় করছে..আহাজারি আর কাঁকুতি-মিনতি। একটা ব্যাগ রক্তের জন্য!! আমি দেখেছি অনেক শিশু মৃত্যু পথযাত্রী...পান্ডুর মুখ। মৃত্যু-শংকা ভর করেছে নিষ্পাপ মুখে.. তাই আসুন, আমরা সবাই ব্লগাররা মিলে একটা সংকল্প করি ঃ আমরা প্রতি তিন মাস অন্তর স্বেচ্ছায় রক্ত-দান করবোই।

দূর করবো একটি অনিশ্চয়তার পথচলা।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।