আমাদের কথা খুঁজে নিন

   

ধিক্ মানুষ জাতি তোমাদের ধিক্

প্রবাল ক্ষ্যাপা আমার প্রিয় চ্যানেল ন্যাশানাল জিওগ্রাফি ও বি টি ভি ! কথা শুইনা থাইমা গেলেন মনে হয় ? না থামার মত কিচু ঘটেনি,ছোটবেলায় তো আমরা ডিস পাইনি তাই বি টি ভির প্রতি ভালবাসা সেই আগের মতই আছে। ১৮ জানুয়ারি: বাংলাদেশ টেলিভিশন-বিটিভিকে সাক্ষাৎকার না দিয়ে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, “বিটিভি কেউ দেখে না। ”তিনি কেন যে বুঝতে পারেন না আমার মত কিচু লোক আজও বি টি ভি দেখে ! শুধু যে যখন থাকে ক্ষমতায় থাকে তার গুনকির্তন ছাড়া। আর ন্যাশানাল জিওগ্রাফি তা দেখা প্রকৃতির টানে নিজেকে সামাল দিতে না পেরে। আজকাল প্রায়ই দেখি পত্রিকার পাতায় বড় বড় অক্ষরে লেখা অমুক জায়গায় বার বছরের একটি মেয়ে তমুক দলের কয়েকজন কর্মী/ছাত্র/গুন্ডা/টেন্ডারবাজ দ্বারা পাশবিক নির্যাতনের শিকার,এই যায়গায় আমার একটু খটকা লাগে ? বুঝতে পারছেন না কেন ? আপনি হয়ত মনে মনে ভাবছেন একটি মেয়ে তার জীবনের সব হারাল এই খবরটি পত্রিকায় আসল এতে খটকা লাগার কি আছে ?কিন্তু খটকার কারনটি এখানে পাশবিক নির্যাতন এই কথাটির জন্য।

পাশবিক কথাটি সংঙ্গায়িত করলে পাওয়া যায় পশুর মত নির্যাতন। আমি আজ পর্যন্ত দেখিনি যে একদল পুরুষ পশু তার কামনা চরিতার্থ করার জন্য একটা নারী পশুকে বেছে নেয় বা জোর করে কিছু করে ,পশু তো মানুষদের মত এত খারাপ না ? তারা তো একটা নিয়মের মধ্যে চলে কিন্তু আমরা ? এই নিয়মটুকু ও শিখতে পারলাম না । ধিক্ মানুষ জাতি তোমাদের ধিক্ তোমাদের শিক্ষা গ্রহন করা উচিৎ বনের পশুর কাছথেকে, স্কুল কলেজ ছেড়ে তোমরা বনে ছলে যাও শিক্ষা নাও তাদের কাছ থেকে যারা কোন প্রাতিষ্টানিক শিক্ষা পায়নি বা প্রাতিষ্টানিক শিক্ষা কি জানে না। তাদেরকে তোমরা কলঙ্ক দিও না,পাশবিক কথাটি উল্লেখ করে। যদি এই নির্যাতনের পাশে পাশবিক কথাটি উল্লেখ করেন তাহলে আমাদের সমাজ পাশবিক নির্যাতন বলতে কি বুঝাতে চায় ?জাতির বিবেকের কাছে একটি প্রশ্ন রাখতে চাই ,অভিধানে পাশবিক কথাটি পরিমার্জিত হয়ে অন্য কোন শব্দ কি আসতে পারে না ? ।

। । । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.