আমাদের কথা খুঁজে নিন

   

ধিক্‌ধিক্‌ শতধিক ঐ সব শিক্ষকদের..

- নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা -

"শিক্ষকতা নোবেল প্রফেশন" এবং বর্তমান প্রেক্ষাপট মনে শান্তি পাচ্ছি না। কাল সন্ধ্যা হতে মেজাজ চরম খারাপ হইয়া রইছে। শিক্ষক নামের খ চ ব রেটেড মানুষগুলোর আচরণ দেখে। প্রথম ঘটনাঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষকদের কালো ব্যাজ পরিধান। দ্বিতীয় ঘটনাঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০০ শিক্ষকের গণছুটি নিয়ে ক্লাস বর্জন।

ঘটনাদ্বয়ের পিছনে কারণঃ so-called এক দেশনেত্রীর গ্রেফতারের প্রতিবাদস্বরূপ। 'জীবনের লক্ষ্য' রচনালিখনে বইপত্রে আছে আমি বড় হয়ে শিক্ষক হতে চাই। কারণ শিক্ষকতা একটা পবিত্র পেশা। তাহলে এই রাজনীতিবিদ শিক্ষকদের পবিত্রতা কোন জায়গায়? শিক্ষকদের এহেন হীন পদক্ষেপ কতটা প্রভাব ফেলবে শিক্ষকতার সংজ্ঞায়? কোন ছাত্রী যদি ধর্ষিত হয় তখন কি শিক্ষকেরা কালো ব্যাজ পরিধান করেন? তাহলে কেনো প রেটেড ম দের জন্য কেনো এই প্রতিবাদ? ধিক ধিক শত ধিক। গুটিকয়েক রাজনীতিবিদ শিক্ষক সকল শিক্ষকজাতির প্রতি হুমকি হয়ে দাঁড়িয়েছে এই সত্যটা আমি কিছুতেই অস্বীকার করতে পারছি না।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.